আজ ২৫শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পৌরসভা এলডিপির ইফতার মাহফিল সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)- চন্দনাইশ পৌরসভা শাখার এক ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ৮ মার্চ শনিবার উপজেলা সদরস্থ কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভা এলডিপি’র সভাপতি এম আইনুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে সভায় প্রধান অতিথি ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।

প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী। বিশেষ বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল। অতিথি ছিলেন দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, উপজেলা এলডিপি’র সভাপতি মোতাহের মিয়া, সাধারণ সম্পাদক আকতার আলম, সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবদুর রহীম বাদশা, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি আমিরুল ইসলাম। সঞ্চালনা করেন পৌর এলডিপির সাধারণ সম্পাদক আকতার উদ্দীন ও মো. আরমান। বক্তব্য রাখেন এলডিপি নেতা লিয়াকত আলী, অরূপ রতন চক্রবর্তী, মহিউদ্দীন, মোসলেম খান, খায়ের বিন সায়েদ, সামশুল ইসলাম, নজরুল ইসলাম আবদুল, সাহেব মিয়া, মো. ইয়াকুব আলী, সাবেক চেয়ারম্যান মো. ইউসুফ চৌধুরী, জমির উদ্দীন, গণতান্ত্রিক যুবদল নেতা সিরাজুল ইসলাম, মোখলেছুর রহমান, সালাউদ্দীন কাদের, নজরুল ইসলাম, মেম্বার আনিসুর রহমান চৌধুরী, আমিনুল হক রাশেদ, মোহাম্মদ টিপু, মেম্বার আবদুল মান্নান এ্যানি, শাহাদত হোসেন মুন্না, মোজাম্মেল হক, গণতান্ত্রিক ছাত্রদল নেতা হাসান আল মাসুদ, নাজিম উদ্দীন, রবিউল করিম রবি, মিজানুর রহমান মারুফ প্রমূখ।

প্রধান অতিথি অধ্যাপক ওমর ফারুক বলেন- সিয়াম সাধনার মাধ্যমে রোজা পালন করে রাজনৈতিক মাঠে নৈতিকভাবে দেশ ও দেশবাসীর জন্য কাজ করতে হবে। ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে রোজা অন্যতম। মহান আল্লাহ নিজেই রোজার পুরষ্কার দিবেন বলে ঘোষনা দিয়েছেন। একইভাবে সেবামূলক কাজের মধ্যদিয়ে আল্লাহর সন্তুষ্টি লাভ করা যায়। এই রমজান মাস আমাদের অনেক শিক্ষা দিয়ে যাচ্ছে, সে শিক্ষা গ্রহণ করে দেশের কল্যাণে কাজ করতে হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর