মো. নুরুল আলম, চন্দনাইশঃ
চট্টগ্রামের চন্দনাইশে পৃথক পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়। শনিবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া মক্কা পেট্টোল পাম্পের সামনে কক্সবাজার হইতে চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার তিনজন হলো— রাজবাড়ী জেলার গোয়ালন্দা উপজেলার ১নং দৌলতদিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড উত্তর দৌলতদিয়া লঞ্চঘাট এলাকার ছানু ব্যাপারীর ছেলে মামুন ব্যাপারী (২০), গোয়ালন্দা উপজেলার দক্ষিণ দৌলতদিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যদু ফকির পাড়া এলাকার ইউসুফ আলী মন্ডলের ছেলে জাহাঙ্গীর হোসাইন(৩২) এবং কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮নং ওয়ার্ড লেদা নুরুল আলম এর বাড়ি এলাকার নুরুল আলমের ছেলে।
পুলিশ জানায়, ইয়াবা পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া মক্কা পেট্টোল পাম্পের সামনে কক্সবাজার হইতে চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে মামুন ব্যাপারী(২০) ও জাহাঙ্গীর হোসাইন(৩২) নিজেদের হেফাজতে রেখে গাড়ির জন্য অপেক্ষা করাকালে সংবাদ পেয়ে থানার এস আই ভক্ত চন্দ্র দত্ত ও তাঁর টিম নিয়ে আসামীদের আটক করে তাদের দেহ তল্লাশি করে ৮শত পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। অপরদিকে আলাদা অভিযানে কক্সবাজার হইতে চট্টগ্রামগামী আঞ্চলিক মহাসড়কে আল মিজান (স্লিপার) পরিবহনে করে যাত্রী বেশে নাছির উদ্দিন (২৩) অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে তার হেফাজতে রেখে ঢাকা যাওয়ার সময় সংবাদ পেয়ে থানার এস আই ভক্ত চন্দ্র দত্ত ও তাঁর টিম নিয়া গাড়ি থামাইয়ে আসামিকে তল্লাশি করে ৯শত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমরান আল হোসাইন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে উপজেলার চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ক সামনে পৃথক ২টি অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক কারবারি এবং গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পৃথক মামলা রেকর্ড করা হয় এবং আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’