আজ ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে পশ্চিম বাইনজুরী শাহছুফি হযরত কাজী জহির আহমদ (কঃ) বার্ষিক ওরশ শরীফ সম্পন্ন


চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নে পশ্চিম বাইনজুরী হযরত গাউছুল আজম শাহ্ রাগেবুল্লাহ্ (কঃ) হযরত কুতুবল আকতাব মুশকিল কোশা হাযাত রাওয়া শাহছুফী হযরতুল আল্লামা আলহাজ্ব কাজী জহির আহমদ (কঃ) এবং হযরতুল আল্লামা রফিক আহমদ (কঃ) এর বার্ষিক ওরশ শরীফ ও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল মহা সমারোহে মাজার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি অনুষ্ঠান সূচির মধ্যে ছিলো খতমে কোরআন, খতমে গাউছিয়া শরীফ, পুষ্পপ্রদান, মিলাদ-মাহফিল, কিয়াম, জিয়ারত এবং দেশ– জাতির কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত ও তাবারুক বিতরণের মাধ্যমে এই মহান ওরশের সমাপ্তি হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) পশ্চিম বাইনজুরী ও চরবরমা এলাকাবাসীর যৌথ উদ্যোগে দিনব্যাপি ওরশ শরীফে সভাপতিত্ব করেন চরবরমা শাহ্ রাগেবুল্লাহ্ দরবার শরীফ দরবারে সাজ্জাদানশীন পীরে কামেল মুরশীদ বরহক রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত হযরতুল আল্লামা মাওলানা অহিদুন নুর সাহেব (মাঃজিঃআ)।

মিলাদ মাহফিলে আলোচনা করেন চরবরমা শাহ্ রাগেবুল্লাহ্ দরবার শরীফ দরবারে শাহ্জাদা হযরতুল আল্লামা মাহ্ফুজুল কবির সাহেব আলকাদেরী, চট্টগ্রাম হালিশহর হামজার দিঘী জামে মসজিদের খতিব হাফেজ ক্বারী মাওলানা আব্দুল কাদের আল কাদেরী, সাতবাড়িয়া সাতবাড়ীয়া শাহ্ আমানত (রাঃ) দাখিল মাদ্রাসার সিনিয়র মুদাররিস হযরতুল আল্লামা মাওলানা রবিউল হাসান দায়েমী, বরমা মাইগাতা কাজী পাড়া জামে মসজিদের খতিব হযরতুল মাওলানা এমদাদুল ইসলাম আমজাদ কাদেরী। বিশেষ অতিথি ছিলেন ৫নং বরমা ইউনিয়ন এলডিপির সাধারন সম্পাদক আমিনুল হক রাশেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রহিম উদ্দিন, সহসাধারণ সম্পাদক মোঃ মনজুর, অর্থ সম্পাদক আব্দুল মন্নান, মোঃ মিয়া সওদাগর, মোঃ জসিম উদ্দিন, মোঃ জয়নাল প্রমুখ।

দেশ ও জাতির মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন চরবরমা শাহ্ রাগেবুল্লাহ্ দরবার শরীফ দরবারে সাজ্জাদানশীন পীরে কামেল মুরশীদ বরহক রাহনুমায়ে শরিয়ত ও ত্বরিকত হযরতুল আল্লামা মাওলানা অহিদুন নুর সাহেব (মাঃজিঃআ)।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর