আজ ২৬শে ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ১১ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে দোহাজারীতে চিকিৎসার নামে প্রতারণা ভুয়া ডাক্তারের ২মাসের কারাদণ্ড


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় লাইসেন্স ও অনুমোদন ছাড়া চিকিৎসার নামে প্রতারণার দায়ে মো. জসিম উদ্দীন নামে এক ব্যক্তিকে দুই মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এছাড়া মেয়াদোত্তীর্ণ এবং উৎপাদনের তারিখবিহীন পণ্যসামগ্রী মজুদ ও বিক্রির জন্য প্রদর্শন করার দায়ে চার ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) দুপুরে চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভাস্থ দোহাজারী স্টেশন রোড ও সিটি সেন্টারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, লাইসেন্স ও অনুমোদন ছাড়া অপচিকিৎসা প্রদানের মাধ্যমে জনগণের সঙ্গে প্রতারণার দায়ে মো. জসিম উদ্দীনকে নামে এক ব্যক্তিকে মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইনে দুই মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। তিনি দোহাজারী সিটি সেন্টারে জসিম ডেন্টাল কেয়ার নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করতেন।

এছাড়াও মেয়াদোত্তীর্ণ এবং উৎপাদনের তারিখবিহীন পণ্যসামগ্রী মজুদ ও বিক্রির জন্য প্রদর্শন করার দায়ে শেরে বাংলা হোটেলের মালিক মো. নেজামকে পাঁচ হাজার টাকা, বিছমিল্লাহ হোটেলের আবদুর রহিমকে তিন হাজার, মের্সাস এফ এস ট্রের্ডাসের ফরমান উল ইসলামকে ১০ হাজার এবং দোলন সেনকে তিন হাজার টাকারসহ মোট ২১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে দোহাজারী হাসপাতালের আরএমও ডা. আহমেদ তানজিমুল ইসলাম, নিরাপদ খাদ্য পরিদর্শক মাজেদা বেগম, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ ও উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী রিগ্যান শীল উপস্থিত ছিলেন।

দোহাজারী তদন্ত কেন্দ্রের একদল পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে সহযোগিতা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর