সৈয়দ শিবলী ছাদেক কফিল:
"দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্য নিয়ে চন্দনাইশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে ৯ ডিসেম্বর সোমবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানমালা জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলন, বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করা হয়। এছাড়াও মানববন্ধন, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মো. রাজিব হোসেন। মো. আরশাদ উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন দূদক সমন্বিত কমিটি চট্টগ্রাম জেলা অফিস-২ এর উপ-পরিচালক মো. আতিকুল আলম, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা, উপজেলা প্রকৌশলী মুহাম্মদ জুনাইদ আবছার চৌধুরী, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মো. আবু সুফিয়ান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রতিরোধ কমিটির সদস্য আলহাজ্ব মো. আবদুল মান্নান, সোহেল ইয়াসিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ইশতিয়াক আহমেদ আরিফ প্রমুখ।