আজ ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে দক্ষিণ হাসিমপুর ফোরকানিয়া মাদ্রাসার বার্ষিক সভা ও কেরাত হামদ্ নাদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে দক্ষিণ হাসিমপুর কালাজী তালুকদার বাড়ী ফোরকানিয়া মাদ্রাসার প্রথমবারের মতো বার্ষিক সভা, ঈদে মিলাদুন্নবী ও কেরাত হামদ্ নাদ প্রতিযোগিতার পুরস্কার বিতরণঅনুষ্ঠিত হয়েছে। গত ‍শুক্রবার (১৩ ডিসেম্বর) সারাদিন ব্যাপী মাদ্রাসা প্রাঙ্গণে দক্ষিণ হাসিমপুর কালাজী তালুকদার বাড়ী একতা সংঘ ও পরিচালনা পরিষদের যৌথ উদ্যোগে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

কালাজী তালুকদার বাড়ীর বিশিষ্ট সমাজসেবক মমতাজ মিয়ার সভাপতিত্বে মাহফিলে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট প্রবাসী মো. আবদুল কুদ্দুস সুমন। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার মো: আবদুল মান্নান ( এম এসসি, এম বি.এ)। বিশেষ অতিথি ছিলেন হাশিমপুর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য শফিউল আলম।

ওয়াইজীন ছিলেন যথাক্রমে- হযরত মাওলানা আবদুল আহাদ, হযরত মাওলানা ইমরান হোসেন কাদেরী, হযরত মাওলানা রফিকুল ইসলাম, দক্ষিণ হাসিমপুর কালাজী তালুকদার বাড়ী একতা সংঘের সাংগঠনিক সম্পাদক মো: আমির, মুহাম্মদ ফোরকান, আবদুল আজিজ, আবু সাইয়েদ, আবদুল হামিদ প্রমুখসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ, সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে মোনাজাত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর