আজ ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর


চন্দনাইশ প্রতিনিধিঃ

চট্টগ্রামের চন্দনাইশে বালুভর্তি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হয়েছে মোঃ রোমান (২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই মোটরসাইকেলে থাকা আরও এক আরো হী। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন। তাঁর নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রওশন হাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।নিহত মোহাম্মদ রোমেন চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব ছৈয়দাবাদ সুন্নিপাড়া এলাকার আবদুর ছবুরের ছেলে। পেশায় সে সিএনজি চালক।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে উপজেলার রওশনহাট এলাকায় বালুভর্তি ট্রাক (ঢাকা মেট্রো ট-১৬-৭৬১৮) সঙ্গে মোটরসাইকেলের ( চট্ট মেট্রো-ল ১৫-৯৬১২) সংঘর্ষ হলে মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হন। আর আরেকজন গুরুতর আহত হন। এরপর আহতকে স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার এসআই মোহাম্মদ আবদুল মতিন জানিয়েছেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হয়। তবে চালক হেলপার পালিয়ে গেছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

দোহাজারী হাইওয়ে থানার ওসি শুভ রঞ্জন চাকমা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, তবে দুর্ঘটনার পরপর চালক পালিয়ে গেছে। নিহত পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর