আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন


মুহাম্মদ আরফাত হোসেন:

‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২২ চন্দনাইশে পালন করা হচ্ছে। মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ জুলাই রবিবার সকালে উপজেলা কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে একই স্থানে এসে শেষ হয়। মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী। এরপর উপজেলা ভিডিও কনফারেন্স কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউ আর সি ইন্সট্রাকটর আক্তার সানজিদা পপি’র সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন মৎস্য কর্মকর্তা মো. হাসান আহসানুল কবির, আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস-চেয়ারম্যান মাও. সোলাইমান ফারুকী, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা রুমা ভট্টাচার্য্য, যুব উন্নয়ন কর্মকর্তা আ.ন.ম সালেহ উদ্দিন প্রমূখ।

পরে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় তিন মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর