মুহাম্মদ আরফাত হোসেন:
বর্জ্য অপসারণের ক্ষেত্রে সচেতনতাই পারে পারিপার্শ্বিক পরিবেশ স্বাস্থ্যকর হিসাবে বজায় রাখতে।
পাশাপাশি আমরা যেন শুধুমাত্র পশু কুরবানির মাধ্যমেই ‘ত্যাগ’ শব্দটি সীমাবদ্ধ না রাখি। আমাদের ত্যাগ যেন সত্য, সুন্দর ও কল্যাণের প্রতীক হয়।
এই লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এই বছরেও ঈদুল আযহায় চন্দনাইশ পৌরসভায় ছাদেক মোহাম্মদ পাড়া তরুণ উন্নয়ন সংগঠনের সদস্য বৃন্দদের উদ্যোগে তাদের নিজ এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা উৎসবের কাজ করেছেন। এতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা এয়াকুব নবী বাদেশা, সংগঠনের সভাপতি আজাদুল ইসলাম সায়মন, সহ-সভাপতি এমরান হোসেন, সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম, সাধারণ সম্পাদক মহিবুল্লাহ ইমন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক হৃদয়, সহ অর্থ সম্পাদক নেওয়াজ,শিক্ষা বিষয়ক সম্পাদক মো. রিয়াদ, সদস্য যথাক্রমে পারভেজ, মো. ইয়াছিন, রাসেল,মো. শামীম, মো. সাফিন, মো জিসান, মো. মাহফুজ, মো. সিফাত, রিদওয়ান, সোহান প্রমুখ।