চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় গাছবাড়িয়া সরকারি কলেজ থেকে র্যালিটি বের হয়ে চট্টগ্রাম - কক্সবাজার মহাসড়ক সহ উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে দোহাজারী স্টেশনে গিয়ে শেষ হয়।
র্যালিতে প্রধান অতিথি ও কর্মসূচি উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা দক্ষিণ বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সভাপতি আসিফুল্লাহ মো আরমান, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা দক্ষিণ বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি আসহাব উদ্দিন, অর্থ সম্পাদক খন্দকার মোহাম্মদ মোকাম্মেল, চন্দনাইশ শহর থানা শাখা সভাপতি গোলাম কিবরিয়া, দোহাজারী থানা শাখা সভাপতি আজম খান প্রমুখ।