চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে রান্নাঘরের চুলা থেকে আগুন লেগে নয় পরিবারের ১৫টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে বাড়ির আসবাবপত্র, নগদ টাকা, স্বর্ণালংকার পুড়ে ৫০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা।
রবিবার (১৫ ডিসেম্বর) সাড়ে ৪টার দিকে উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন ২নং ওয়ার্ড পশ্চিম এলাহাবাদ ভাতুয়ার পাড়া এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন— পশ্চিম এলাহাবাদ ভাতুয়ার পাড়া এলাকার আব্দুর রহমান, লেদু মুন্সি, মুন্সি মিয়া, আমির হোসেন, রুস্তম আলী, হোসনে আরা বেগম, আব্দুল আজিজ, হায়দার আলী ও সৌরভ।
চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. কামরুল হাসান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৯টি পরিবারের ১৫টি সেমি পাকাঘর পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে চন্দনাইশ উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো. রাজিব হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।##
Leave a Reply