চন্দনাইশ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ১নং কাঞ্চনাবাদ ইউনিয়ন শাখার লিবারেল ডেমোক্রেটিভ পার্টি (এলডিপি) ও অঙ্গ সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২৫ সম্পন্ন হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার রওশনহাট বাজার চত্বরে ১নং কাঞ্চনাবাদ ইউনিয়নে এলডিপি ও অঙ্গসংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। প্রধান বক্তা ছিলেন এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
কাঞ্চনাবাদ ইউনিয়নে এলডিপির সভাপতি আবু বশর কোম্পানির সভাপতিত্বে কাঞ্চনাবাদ ইউনিয়নে এলডিপির সাধারণ সম্পাদক আহমদ নুর কোম্পানি ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এম এয়াকুব আলী, চন্দনাইশ উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া, সহ-সভাপতি জসিম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক আকতারুল আলম, যুগ্ম সম্পাদক সাবেক ভাইস চেয়ারম্যান আবদুর রহিম বাদশা, চন্দনাইশ পৌরসভা এলডিপির সভাপতি এম. আইনুল কবির, চন্দনাইশ উপজেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক আবিদুর রহমান বাবুল, সাবেক ইউপি মেম্বার মোহাম্মদ রফিকুল ইসলাম, ইউনিয়ন এলডিপি নেতা আহমদুর রহমান বানু, আবু ছৈয়দ, নাছির, মাহামুদুর রহমান বাচা প্রমুখ।
এসময় জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন এলডিপির এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply