আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে কাঞ্চনাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন সম্পন্ন


চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়ন ৬নং ওয়ার্ড বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত কাঞ্চনাবাদ হযরত মোস্তান আলী শাহ্ (রাহ.) এতিমখানা ও হেফজখানার প্রাঙ্গণে এ কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত কর্মী সম্মেলনে কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির নেতা মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী।

চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মোঃ রিয়াদ হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে চন্দনাইশ পৌরসভা বিএনপির আহবায়ক মাহামুদুর রহমান মাহাদু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক যথাক্রমে শামশু উদ্দিন মেম্বার, মনজুর মোর্শেদ চৌধুরী, পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ মহসিন, বিএনপির নেতা এডভোকেট শফিউল হক চৌধুরী সেলিম, উপজেলা বিএনপির সদস্য নুরুল হুদা বাবর, কাঞ্চনাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক আবদুস সালাম, যুগ্ম আহবায়ক আহমদু, সদস্য সচিব শাহজাহান চৌধুরী, যুবদল নেতা সাইফুল হাছান নান্টু, ইফতেখার হোসেন, জাহিদ হোসেন, বিএনপির নির্বাচিত ৬নং ওয়ার্ড সভাপতি বদিউল আলম, বিএনপির নির্বাচিত ৬নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ আসিফ প্রকাশ আইয়ুব, সাবেক যুবদল নেতা আবদুল্লাহ, সাবেক বিএনপির নেতা হোসেন আলী, মোঃ শফিউল্লাহ মাস্টার, যুবদল নেতা নাসির উদ্দিন, রিদয়, আবু তৈয়ব, হাসান ছাত্রদল নেতা মিশকাত , হানিফ প্রমুখ।

এসময় উপজেলা বিএনপি ও ইউনিয়ন এবং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, স্বৈরাচারী খুনি হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করতে এদেশের মানুষকে অনেক রক্ত দিতে হয়েছে। আমাদের ছাত্র জনতার রক্তের বিনিময়ে দেশটাকে নতুনভাবে স্বাধীন করেছি। কিন্তু এখনো খুনি শেখ হাসিনার দোসররা বিএনপি‍‍`র বিরুদ্ধে বিভিন্নভাবে চক্রান্ত করে যাচ্ছে। আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। এই দেশে আর কোন সন্ত্রাসী চাঁদাবাজকে জায়গা দেওয়া হবে না। সকল প্রকার দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। সকলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করবেন। ছবির ক্যাপশনঃ চন্দনাইশে কাঞ্চনাবাদ ইউনিয়নের বিএনপির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছেন চন্দনাইশ উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার চৌধুরী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর