সৈয়দ শিবলী ছাদেক কফিল:
বেসরকারি উন্নয়ন ও সেবা সংস্থা “ওডেব” চন্দনাইশ কানাইমাদারী ওমেন্স সেন্টারে গত ৯ জানুয়ারি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
ওডেব’র প্রধান নির্বাহী অধ্যাপক শ্যামলী মজুমদারের নির্দেশনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশ, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ইউপি প্যানেল চেয়ারম্যান আয়েশা আকতার আজাদী, ওডেবের এরিয়া অফিসার মো. মাহমুদুল হক, ওডেব’র আইন বিষয়ক অফিসার মো. আলাউদ্দীন, পুরবী বড়ুয়া, রুপালী দাশ প্রমুখ।
Leave a Reply