সৈয়দ শিবলী ছাদেক কফিল:
চন্দনাইশে জাতীয় সমাজসেবা দিবস ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ক্যাপিটেশন গ্র্যান্ডপ্রাপ্ত এতিমখানার নিবাসীদের অংশগ্রহণে ৩০ ডিসেম্বর ২০২৪ সোমবার কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল ও অফিসার্স ক্লাব প্লে-গ্রাউন্ডে ব্যাটমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফেরদৌসী আকতার, উপজেলা কৃষি কর্মকর্তা ও অফিসার্স ক্লাব সেক্রেটারি কৃষিবিদ আজাদ হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা আজিম উদ্দিন, ফায়ার ব্রিগেডের স্টেশন ইনচার্জ কামরুল হাসান, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয়ানন্দ বড়ুয়া, জনস্বাস্থ্যের উপ-সহকারী প্রকৌশলী ফরহাদ উদ্দিন, সহকারী সমাজসেবা কর্মকর্তা ফারহানা জাহান, এইউইও জীবন কানাই সরকার, ইউএএস বিপিন চন্দ্র রায়, জাইকা প্রতিনিধি মো. নুরুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, সমাজসেবা দপ্তরের ফিল্ড সুপারভাইজার শফিউল আজিম, ইউনিয়ন সমাজকর্মী তাপস চৌধুরী, ইউনিয়ন সমাজকর্মী মুজিবুর রহমান, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, শরীর চর্চা শিক্ষক মো. এনামুল হক, আবদুল মান্নান, মো. সোহেল উদ্দীন, মোহাম্মদ সিফাত প্রমুখ।
প্রথমবারের অনুষ্ঠিত এতিমখানা ভিত্তিক প্রতিযোগিতা ফুটবলে ১৬ এবং ব্যাটমিন্টনে ৮টি অংশ নেয়। ফুটবলে হাছানদণ্ডী মাদরাসা রহমানিয়া শুকুরিয়া শিশু সদন (এতিমখানা) চ্যাম্পিয়ন ও সাতবাড়ীয়া শাহ আমানত (রহ.) এতিমখানা রানার্সআপ এবং ব্যাটমিন্টনে দোহাজারী রায়জোয়ারা ইসলামিয়া নজিরিয়া মাদরাসা এতিমখানা চ্যাম্পিয়ন ও বরকল ছালামতিয়া মাদরাসা এতিমখানা রানার্সআপ হয়।
Leave a Reply