চন্দনাইশ প্রতিনিধি
বিদ্যালয়ে নিয়মিত শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার মান উন্নয়নসহ সন্তানের প্রতি মায়েদের দায়িত্ব ও করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উত্তর কাঞ্চননগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উক্ত মা সমাবেশ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সোলাইমান। মা সমাবেশে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক যথাক্রমে মৌসুমী দাশ, পাপিয়া সুলতানা, কাবেরী দাশ, মুনমুন আক্তার, কাজী শফিউন নেছা, অভিভাবক যথাক্রমে রেহানা আক্তার, তানিয়া আক্তার, তসলিমা আক্তার, মাইমান আক্তার, কাজিয়া বেগ, সখিনা, রিনা আক্তার, নাজমা আক্তার, জান্নাতুল কায়সার, জেসমিন আক্তার, শিরিন আক্তার, আয়েশা আক্তার, চন্দন নাহার, মোহাম্মদ ইসমাইল, উম্মে জয়নাব, রনি আক্তার, শামীমা আক্তার এনি আক্তার, আফসানা বেগম, জেসমিন আক্তার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মা সমাবেশের মাধ্যমে মায়েদেরকে শিশু সম্পর্কে সচেতন করে তোলা, শিশুর ঘাটতিগুলো শনাক্ত করে নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করা, শিশুর জন্য পরিবারে এবং বিদ্যালয়ে আস্থাশীল পরিবেশ বজায় রাখা, শিশুর পাঠের তদারকি করা এবং পাঠের ক্ষেত্রে শিশুকে আরও আগ্রহী করে তোলা হয়।
এছাড়া বিদ্যালয়ে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ এবং লেখাপড়ার গুনগত মান উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় সভায়। মা সমাবেশে শতাধিক মা, বিদ্যালয় শিক্ষকরা উপস্থিত ছিলেন।
Leave a Reply