আজ ২২শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশে ইয়াবা ও চোলাইমদসহ আটক ২


মোঃ কামরুল ইসলাম মোস্তফা, চন্দনাইশঃ

চন্দনাইশ থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ লিটার দেশিয় তৈরী চোলাইমদসহ ২ মাদক পাচারকারীকে আটক করেছে।

পুলিশ জানায়, শুক্রবার (১৭ জুন) সকাল পৌণে ৯টায় চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) খালেকুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ
চন্দনাইশ পৌরসভার উত্তর গাছবাড়িয়া এলাকায় সড়ক ও জনপথ অফিসের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে
অভিযান চালিয়ে ২২০০ পিস ইয়াবাসহ কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালি-১ অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পের (ক্যাম্প ৮-ই, এফসিএন নং-২৯১৬৬১) কালা মিয়ার মেয়ে জমিলা (২৭) কে আটক করে।

একই দিন সকাল সাড়ে ৭টার দিকে চন্দনাইশ থানার উপপরিদর্শক (এসআই) অজয় চক্রবর্তী চন্দনাইশ পৌরসভাস্থ উত্তর গাছবাড়িয়া এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে পৃথক অভিযান চালিয়ে ৪০ লিটার দেশিয় তৈরী চোলাইমদসহ বান্দরবান পৌরসভার ৪নং ওয়ার্ডের মধ্যম পাড়া মগ বাজার এলাকার মৃত বজেন্দ্র লাল বড়ুয়ার ছেলে রতন বড়ুয়া (৫৫) কে আটক করে।

চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, মাদক উদ্ধারে নিয়মিত অভিযান চালাচ্ছে চন্দনাইশ থানা পুলিশ।

তারই ধারাবাহিকতায় পৃথক দুটি অভিযান চালিয়ে ২২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৪০ লিটার দেশিয় তৈরী চোলাইমদসহ ২ মাদক পাচারকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করার পর আদালতে সোপর্দ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর