চন্দনাইশের উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগমের পদোন্নতিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অফিসার্স ক্লাবের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে ১ নভেম্বর ২০২৪, শুক্রবার অনুষ্ঠিত হয়। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও দোহাজারী পৌরসভা প্রশাসক ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা বেগম। বিশেষ অতিথি ছিলেন সেনাবাহিনীর চন্দনাইশের সিও মেজর ফজলে রাব্বী৷
আলোচনায় অংশ নেন থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আজাদ হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাসেল চৌধুরী, ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলমগীর, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শামসুদ্দীন ভুঁইয়া, মৎস্য কর্মকর্তা আরিফুল আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মীর ইমরান হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী আবু সুফিয়ান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমিত ভট্টাচার্য্য, সোনালী ব্যাংকের ম্যানেজার মো. নজরুল ইসলাম, চন্দনাইশ পৌরসভার পৌর নির্বাহী অফিসার মোহাম্মদ মহসিন, দোহাজারী রেঞ্জের বন কর্মকর্তা মো. রেজাউল করিম, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা মুহাম্মদ খাইরুল ইসলাম, ইউআরসি ইন্সট্রাক্টর আকতার সানজিদা জাফর পপি, একাডেমিক সুপারভাইজার বিপিন চন্দ্র রায়, এইউইও তপন কুমার পোদ্দার, জীবন কানাই সরকার, বিকাশ ধর, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি অরূপ রতন চক্রবর্ত্তী, প্রকৌশলী ভবশঙ্কর ধর, উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সৈয়দ শিবলী ছাদেক কফিল, চন্দনাইশ প্রেসক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল, সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, ভাণ্ডারীপাড়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোজাহেরুল কাদের, গাছবাড়িয়া এনজি সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. শাহজাহান আজাদ, জাইকা সমন্বয়ক নুরুল ইসলাম, প্রশাসনিক করকর্তা মেরী চৌধুরী, পৌরসভার কর্মচারী আরিফুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ লাবু প্রমুখ। পরে উপজেলা অফিসার্স ক্লাব, চন্দনাইশ পৌরসভা, উপজেলা শিল্পকলা একাডেমি, চন্দনাইশ প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট, পুষ্পস্তবক, উপহার সামগ্রী ইত্যাদি প্রদানের সংবর্ধিত করা হয়।
বিদায়ী ইউএনও মাহমুদা বেগম বলেন, চন্দনাইশের মানুষ খুবই আন্তরিক, আর এখানকার পরিবেশ আরও ভাল। ফলে সকলকে নিয়ে সুন্দর একটি টিমওয়ার্ক করে কাজ করেছি সফলতার সাথে। কতটুকু পেরেছি বলতে পারব না, তবে চেষ্টা করেছি। দায়িত্ব পালনকালে সবাই যেভাবে সহযোগিতা করেছেন সে কারণে তিনি সকলের প্রতি কৃতজ্ঞ বলে উল্লেখ করেন। অন্যান্যরা বলেন- ইউএনও মাহমুদা বেগম মানুষকে সেবা দেয়ার জন্য দৌঁড়তেন। তার কর্মতৎপরতা কথা চন্দনাইশবাসী মনে রাখবেন। তিনি প্রতিটি মানুষের কথা তিনি মনোযোগ দিয়ে শুনতেন ও সমস্যা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করতেন। উপজেলার উন্নয়ন নিয়ে সদা ভাবতেন। তিনি ছিলেন, সাহসী, সৎ, উদ্যামী, কর্মতৎপর ও গরীববান্ধব। বক্তব্য প্রদানকালে অনেকে আবেগে আপ্লূত হয়ে পড়েন। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।