আজ ১লা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে আল আমিন ট্রাস্টের রমজান উপহার বিতরণ


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ পৌরএলাকার গাছবাড়ীয়াস্থ মানব কল্যাণমুখী প্রতিষ্ঠান আল আমিন মেমোরিয়াল ট্রাস্টের সৌজন্যে মাহে রমজানের আলোচনা ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে রমজানের উপহার ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

১ মার্চ শনিবার সকালে বলারতালুকস্থ রফিক কুঠিরে এবং বিকেলে দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল আমিন মেমোরিয়াল ট্রাস্টের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক শিল্পোদ্যোক্তা লায়ন আলহাজ্ব রফিকুল ইসলাম।

দক্ষিণ গাছবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি নেতা মো. সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন এলডিপি নেতা মো. আকতার উদ্দীন, মো. মহিউদ্দীন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নেতা আবু ইউসুফ, যুবদলের আরিফুর ইসলাম, মো. এরশাদ, মোরশেদ, নুরুল আমিন, বেলাল হোসেন, ইয়াকুব নবী সুমন, সালাউদ্দিন, আবদুল হামিদ, মহিউদ্দীন, হাছি মিয়া প্রমুখ।
সকাল বিকাল কয়েক দফায় আড়াই হাজার জন বা পরিবারকে এ উপহার সামগ্রী প্রদান করা হয়। তন্মধ্যে ৬৮০টি উপহারের প্যাকেট সংখ্যালগু সম্প্রদায়ের লোককে দেয়া হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর