আজ ১৩ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৭শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে আরাফাত রহমান ক্রিকেট টুর্ণামেন্ট শুরু


আরফাত হোসেন

চন্দনাইশে আরাফাত রহমান কোকো ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধনীয় খেলায় বৃহত্তর সাতকানিয়া জাতীয়তাবাদী পরিবার ক্রিকেট একাদশকে ৯ রান-এ হরিয়ে জয়লাভ করেছে চন্দনাইশ আবদুল্লাহ ক্রিকেট একাদশ। ২৫ জানুয়ারি বিকালে গাছবাড়িয়া স্ট্রেডিয়ামে আরাফাত রহমান কোকো স্মৃমি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার উদ্যোগে খেলার উদ্বোধন করেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মনজুর আলম তালুকদার, প্রধান অতিথি ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম রাহী, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলঅ বিএনপি নেতা আরিফুর রহমান মারুফ, উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. সেলিম উদ্দীন, প্রবাসী ক্লাবের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিএনপি নেতা মো. নাছির উদ্দীন, এম হাসেম চৌধুরী। সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি আলমগীর সাকিব।

টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে চন্দনাইশ আবদুল্লাহ ক্রিকেট একাদশ ১০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১১৬ রান সংগ্রহ করে। জবাবে বৃহত্তর সাতকানিয়া জাতীয়তাবাদী পরিবার ক্রিকেট একাদশ অল উইকেট হারিয়ে ৭ উইকেটের বিনিময়ে ১০৭ রান সংগ্রহ করে। খেলায় বিজয়ী দলের আবু জাহেদকে ম্যান অব দ্যা ম্যাচ ঘোষনা করা হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর