চন্দনাইশ প্রতিনিধিঃ
‘অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন’এ প্রতিপাদ্য বিষয় নিয়ে চট্টগ্রামের চন্দনাইশে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস।
শনিবার (৮ মার্চ) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে এনজিও প্রতিনিধি, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন। অপরদিকে চন্দনাইশ পৌরসভার আয়োজনে একইসঙ্গে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজিব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
তিনি বলেন, সরকার নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।
নারীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশীদার হয়ে ভূমিকা রাখছে। তিনি বাল্যবিবাহ প্রতিরোধে নারীদের অগ্রণী ভূমিকা রাখার আহবান জানিয়ে বলেন, নারীরা কখনও কোনো সহিংসতার শিকার হলে ১০৯ নাম্বারে ফোন করলে প্রশাসন দ্রুত আইনি ব্যবস্থা নেবে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ তানিয়া সুলতানা, চন্দনাইশ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহসিন, হিসাব রক্ষন কর্মকর্তা আরিফ মঈনুদ্দিন চৌধুরী, মার্কেট ইন্সপেক্টর শাখাওয়াত হোসাইন চৌধুরী, টিকাদান সুপারভাইজার বুলবুল আকতার, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কাম কম্পিউটার অফিস সহকারী সুমন বিকাশ দে, কিশোর কিশোরী ক্লাবের জেন্ডার প্রমোটার নাইমুদ্দীন মারুফ, সাদিয়া সুলতানা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ে ট্রেইনার সাকি।