আজ ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় যুবকের আত্মহত্যা


নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভার দক্ষিণ গাছবাড়িয়া তালুকদার পাড়ার মোহাম্মদ আজম (৪৬) রোগ যন্ত্রণায় ভোগে অর্থের অভাবে চিকিৎসা করতে না পারায় বিষ পানে আত্মহত্যা করে। স্থানীয়ভাবে জানা যায়, মধ্যম গাছবাড়িয়া তালুকদার পাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোহাম্মদ আজম ১ বছর পূর্বে খলঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পা ভেঙ্গে যায়। ঐ সময় তার পায়ে রড ব্যবহার করে চিকিৎসা দেয়া হয়। দীর্ঘ ১ বছর ধরে কোন কাজ কর্ম করতে না পারায় অর্থের অভাবে পড়ে। এদিকে পায়ে চিকিৎসা করতে না পেরে রোগ যন্ত্রণায় ভোগতে থাকে।

এ নিয়ে পরিবারের সদস্যদের সাথে ঝগড়া বিভাগের এক পর্যায়ে গত ৬ জানুয়ারি বিকালে রোগ যন্ত্রণা ও অভাবের তারণায় সবার অগোচরে বিষ পান করে। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে প্রথমে বিজিসি ট্রাস্ট হাসপাতালে পরে চমেক হাসপাতালে নিয়ে গেলে ১৮ ঘন্টা পর (৭ জানুয়ারি) দুপুরে মৃত্যুর কোলে ঢলে পড়ে। সে একজন পেশায় কাঠমেস্ত্রী ছিলেন। তার ১ ছেলে সিএনজি চালক, মেয়ে পড়ালেখা করে। ইন্সপেক্টর (তদন্ত) যুযুৎষ যশ চাকমা ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, অভাবের তারণায় আত্মহতা করেছে বলে জেনেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর