আজ ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ‘ক্রস ফিলিং’ গুদামে অভিযান, ১৬৭২ সিলিন্ডার জব্দ


চন্দনাইশ প্রতিনিধি:

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধ ও ঝুঁকিপূর্ণ ‘ক্রস ফিলিং’ (এক সিলিন্ডার থেকে আরেকটাতে গ্যাস ভরা) এর গুদামে গোপন সংবাদে ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বি এর নেতৃত্বে একদল সেনাবাহিনী। তবে উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় অভিযানে কাউকে আটক করা যায়নি। এরপর উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানোর পর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা ঘটনাস্থলে গিয়ে জব্দ করেন ১হাজার ৬শত ৭২টি খালি গ্যাস সিলিন্ডার। এসময় অবৈধভাবে গ্যাস আনা-নেওয়া কাজে ব্যবহৃত পিক-আপ ভ্যান জব্দ করা হয়।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ফুলতলা সাঙ্গু কনভেনশন হলের বিপরীতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পশ্চিমে পাশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পায় ভ্রাম্যমাণ আদালত।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করছেন মেসার্স নুসরাত এন্টারপ্রাইজের মালিক। এর আগেও লাইসেন্স ছাড়া অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করার কারণে একই প্রতিষ্ঠানের মালিককে ২০২২ সালে উপজেলা ভ্রাম্যমাণ আদালত জরিমানা করেন।

উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা জানান, অবৈধ ও ঝুঁকিপূর্ণ উপায়ে সিলিন্ডারে গ্যাস ক্রস ফিলিং করে লাইসেন্সপ্রাপ্ত বিভিন্ন কোম্পানির নকল স্টিকার ব্যবহার করে সিলিন্ডারগুলো বাজারজাত করার গোপন সূত্রে খবর পেয়ে অভিযান পরিচালনা করে আটক করে বাংলাদেশ সেনাবাহিনী। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতে পরিচালনা করা হয়। এসময় বড় বোতল থেকে ছোট বোতলে গ্যাস ক্রস ফিলিং করার সত্যতা পাওয়া গেছে।

তিনি জানান, তবে ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। ১হাজার ৬শত ৭২টি খালি গ্যাস সিলিন্ডার জব্দ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চন্দনাইশ উপজেলার প্রতিনিধি হাসনাত আবদুল্লাহর জিম্মায় রাখা হয়। আনা – নেওয়া কাজে ব্যবহৃত পিকআপ ভ্যান জব্দ করে ভ্রাম্যমাণ আদালতে হেফাজতে নেয়া হয়েছে। পরবর্তীতে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য, চন্দনাইশ থানার একদল পুলিশ, ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর