চন্দনাইশ প্রতিনিধিঃ
চট্টগ্রামের চন্দনাইশে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার বরমা ইউনিয়নের ৯নং ওয়ার্ড পূর্ব চর বরমাই এ বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
জানা যায়, উপজেলার বরমা ইউনিয়নে চর বরমা ৯ নং ওয়ার্ডে ফসলের জমিতে সরকারিভাবে সাঙ্গু নদী থেকে ড্রেজিনের বালু উত্তোলন পূর্বক স্তুপ করেন । বিগত সরকারের আমলে বালুর স্তুপ নিলাম হলে সরকারিভাবে টিকাদার নিয়োগ করেন। পরবর্তীতে সরকার পতনের পর বর্তমান সরকারের সময়ে পূর্ণনিলামে টিকাদার নিয়োগ হলে নিয়োগকৃত ঠিকাদার নিয়মিত বালি নিতে থাকে। এলাকাবাসীর অভিযোগ বালু নিতে গিয়ে জমিতে ঠিকাদার গর্ত সৃষ্ঠি করে। জমির মালিকগণ জমির খাজনা দাবি করলে নিয়োগকৃত ঠিকাদার খাজনা দিতে অস্বীকার করেন। জমিতে বালু নিতে গিয়ে গর্ত সৃষ্টি না করে সমতল ভাবে বালু নিতে এলাকাবাসী জোর দাবী তুলেছেন।
মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কামাল উদ্দিন তালুকদার, জিবলু হোসেন, মোজাম্মেল হক, মো: সোলাইমান, ওমর ফারুক, মো: বেলাল, আবছার উদ্দিন, সাইফুদ্দিন, আহমদ হোসেন, আবদুল কাদের, নাজিম উদ্দীন, পারভীন আকতার, রুজিনা আকতার, মরিয়ম বেগম প্রমুখ।
Leave a Reply