চন্দনাইশ প্রতিনিধি
চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার চেয়ে চট্টগ্রাম নগরে মানববন্ধন করেছে কয়েক শতাধিক মানুষ। সোমবার (২০ জানুয়ারি) সকালে চট্টগ্রামের জেলা পরিষদ ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। চন্দনাইশ উপজেলার সর্বস্তরের জনগণ, মহল মার্কেট ব্যবসায়ী সমিতি, জেসিকা গ্রুপ, প্রবাসী রেমিটেন্স যোদ্ধা চন্দনাইশ এবং রামাদা কক্সবাজারের ব্যানারে মানববন্ধনটি আয়োজন করা হয়। এরপর বিক্ষোভ মিছিল সহকারে চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চেয়ারম্যান জসিম উদ্দিনের ছোটভাই মোহাম্মদ মাসুদুল ইসলাম, আসিফুল আলম, জহির আহমদ, মারুফ, তৌহিদুল ইসলাম, লোকমান, আবদুল গফুর, মোরশেদ, খোরশেদ, হাসেম সালাউদ্দিন, মনজুর প্রমুখ।
এতে বক্তারা জসিম উদ্দিন আহমেদের বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার চেয়ে বলেন, জসিম উদ্দিনের বিরুদ্ধে করা মামলাগুলো মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। আমরা মিথ্যা মামলা প্রত্যাহার করার দাবি জানাই।
তারা আরও বলেন, জসিম উদ্দিন একজন মানবিক মানুষ, তিনি একজন রেমিট্যান্স যোদ্ধা। আমরা সরকারের কাছে দাবি জানাই তাকে মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হোক। একই সঙ্গে সকল মামলা প্রত্যাহার করা হোক।##
Leave a Reply