সৈয়দ শিবলী ছাদেক কফিল:
উৎসবমুখর পরিবেশে প্রতি বছরের মত এ বছরও ২৯ পৌষ, ১৪ জানুয়ারি ২০২৫ মঙ্গলবার চন্দনাইশ উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরীস্থ শ্রীশ্রী শুক্লাম্বর দীঘি পীঠমন্দিরে উত্তরায়ন সংক্রান্তিতে পূজা, পূণ্যস্নান ও মেলা সম্পন্ন হয়। এ বছরও মেলায় উপচে পড়া মানুষের ঢল নামে। সোমবার দুপুর থেকে মেলা ও দীঘি কমিটির নেতৃবৃন্দ, পূণ্যার্থী, তীর্থযাত্রী, দোকানী ও সাধু-সন্ন্যাসী সমাগম ঘটে। এ মেলা মঙ্গলবার রাত সাড়ে ১০ পর্যন্ত চলে।
সনাতন ধর্মাবলম্বীদের মতে আত্মশুদ্ধি, পাপমুক্তি ও প্রত্যাশা পূরণের মানস নিয়ে ভারত, নেপাল ও দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভক্ত-পুণ্যার্থীরা পাঠমন্দিরে আসেন। মানস নিয়ে দীঘিতে স্নানকরণ, পাঠা বলি, অশ্বত্থ গাছে সুতার গীট দেয়া ও কবুতর উড়িয়ে দেয়া, ধূপ ও মোমবাতি জ্বালা, দীঘিতে দুধ ঢালা ইত্যাদি শুভ কাজ করেন। এছাড়াও প্রনামী প্রদান, ভোগ ও প্রসাদ গ্রহণ, প্রয়োজনীয় কেনাকাটা করেন।
সরেজমিনে দেখা যায়, আইন শৃঙ্খলা রক্ষায় চন্দনাইশ উপজেলা প্রশাসন, চট্টগ্রাম জেলা পুলিশ ও চন্দনাইশ থানা পুলিশ, ডিজিএফআই, এনএসআই, ডিবি পুলিশ, আনসার, দীঘি কমিটি ও স্বেচ্ছাসেবক বাহিনী সব সময় তৎপর ছিলেন। মেলা পরিদর্শন করেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের ইন্সপেক্টর ড. প্রফেসর বিপ্লব গাঙ্গুলী, চন্দনাইশ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা, থানার অফিসার ইনচার্জ ইমরান আল হোসাইন, চন্দনাইশ পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ আইয়ুব কুতুবী, উপজেলা এলডিপির সভাপতি মোতাহের মিয়া চেয়ারম্যান, সেক্রেটারি আকতার আলম, পৌরসভা এলডিপির সভাপতি আইনুল কবির, চন্দনাইশ উপজেলা বিএনপির সদস্য সচিব আ ক ম মোজাম্মেল হক খান, উপজেলা গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম খান, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি অরূপ রতন চক্রবর্তী, চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রুবেল দেব, বরকল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দিলীপ ভট্টাচার্য্য, বরমা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. নওশা মিয়া, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক অশোক কুমার বড়ুয়া, জাতীয়তাবাদী যুবদল নেতা মোনায়েম খান প্রমুখ।
লক্ষ্য করা যায়- বিভিন্ন কর্মসূচি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে করতে তৎপর ছিলেন দীঘি কমিটির সভাপতি হারাধন দেব, সিনিয়র সহ-সভাপতি অরূপ রতন চক্রবর্তী, সাধারণ সম্পাদক নৃপেন্দু দত্ত, সাবেক সাধারণ সম্পাদক পরিমল দেব, কুইন্স সাবান কোম্পানির স্বত্বাধিকারী রুবেল দেব, বিপ্লব চৌধুরী (শুচিয়া), ডা. কাজল কান্তি বৈদ্য, ইউপি প্যানেল চেয়ারম্যান-২ মধুসূদন দত্ত, সাবেক মেম্বার অমর কান্তি ভট্টাচার্য্য, মাস্টার বিজন ভট্টাচার্য্য, আশীষ দেব, প্রদীপ দেব, পরিমল মহাজন, অসীম ভট্টাচার্য্য, টিংকু ধর, মেম্বার জয়দেব গাঙ্গুলী নরেশ, জিকু দেব, রিপন দেব, সুজন ধর প্রমুখ।
মেলায় মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদেরও উপস্থিতি দেখা যায়। সনাতন ধর্মীয় কাজকে ঘিরে অনুষ্ঠিত শুক্লাম্বর দীঘির পৌষ সংক্রান্তির এ মেলা বসে প্রায় ১৫-১৬ একর জায়গায়। মেলার সংলগ্ন প্রায় ২ কিলোমিটার সড়ক পথে জট বা ভীড় জমে।
Leave a Reply