আজ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশের বাদামতল ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল: চন্দনাইশ উপজেলার জোয়ারা-কাঞ্চনাবাদ বাদামতল ব্যবসায়ী কল্যাণ সমিতি নির্বাচন ২০২৪ গতকাল ২৬ অক্টোবর শনিবার সম্পন্ন হয়েছে। এতে ১৩ টি পদে নির্বাচনের প্রক্রিয়া হলেও ৫ পদে ৫ প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় অন্য ৮টি পদে সরাসরি নির্বাচন অনুষ্ঠিত হয়। এ ৮ পদে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচন চলাকালে সরেজমিনে দেখা যায়- সুষ্ঠু, সুশৃংখল ও মনোরম পরিবেশে সকাল ১০ থেকে বিকেল ৪ টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন দোহাজারীর দিয়াকূল সানোয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবচার, নির্বাচনী উপদেশক বা উপদেষ্টা হিসেবে সর্বক্ষণিক কর্মতৎপর ছিলেন খানদীঘি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল বশর। তাঁদের সাথে ৪ বুথে ৪ সহকারী প্রিজাইডিং অফিসার ও ৮ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করেন।

এছাড়া আইন শৃঙ্খলা ছিলেন চন্দনাইশ থানার ৫ জন পুলিশ ও ৫ জন গ্রামপুলিশ (চৌকিদার)। জানা যায়, এ বাজারে সমিতিভুক্ত সদস্য বা ভোটার রয়েছে ২৫৯ জন। তন্মধ্যে ২৫৬ জন ভোটার ভোট প্রদান করেন। ১) সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তিনজন, তাঁরা হলেন- আবদুস সালাম (ঘোড়া), এম. হারুনুর রশীদ (আনারস) ও মনির হোসেন চৌধুরী (মোটরসাইকেল)। তন্মধ্যে মনির হোসেন চৌধুরী ১৫০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন এম. হারুনুর রশীদ। ২) সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন সেলিম উদ্দীন (বই) ও মো: আমিনুল ইসলাম (দেয়াল ঘড়ি)। তন্মধ্যে ১৫২ ভোট পেয়ে সেলিম উদ্দীন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৩) সাংগঠনিক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো: সরোয়ার উদ্দীন (সিলিং ফ্যান) ও মো: আলমগীর (মই)। এ পদে মো: সরোয়ার উদ্দীন ১৮৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। ৪) সি. সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোহাম্মদ খাইরুল বশর (মাছ), মোঃ আবু ছৈয়দ (ফুটবল) ও আল ইফতেখারুল ইসলাম (মোরগ)। ৯৫ ভোট পেয়ে আল ইফতেখারুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হন। ৫-৬) দুইটি সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোরশেদুল ইসলাম (তালাচাবি) মো. সেলিম উদ্দীন (দোয়াত কলম) ও মো: কুতুব উদ্দিন (টিউবওয়েল)। এতে মো: কুতুব উদ্দিন ১৭৩ ও মো: সেলিম উদ্দীন ১৫৭ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হন। ৭) সহ-সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তানভীর মামুন (টেলিভিশন) ও মোহাম্মদ আবু বক্কর (আম)। এ পদে ১৮৭ ভোট পেয়ে তানভীর মামুন নির্বাচিত হন। ৮) অর্থ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মো: আব্দুল মান্নান (কলসি), পুলক মজুমদার (উড়োজাহাজ) ও মো. আলমগীর (ক্রিকেট ব্যাট)। ১২৪ ভোট পেয়ে মো. আব্দুল মান্নান অর্থ সম্পাদক নির্বাচিত হন। এছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতিপূর্বে তিন পদে নির্বাচিত পাঁচজন হলেন ৯) দপ্তর সম্পাদক পদে আবু তাহের, ১০) প্রচার সম্পাদক পদে নুরুল আলম এবং ১১-১৩) তিনটি কার্যকরী সদস্য পদে আবু তাহের, মো. তসলিম বশর ও কামাল উদ্দীন। সাংবাদিকদের সাথে আলোচনাকালে সভাপতি মনির হোসেন চৌধুরীসহ নির্বাচিতরা বাজার ও সমিতি ব্যবস্থাপনা ও পরিচালনায় সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর