আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশের বরকলে প্রমিলা ফুটবল প্রীতি ফুটবল ম্যাচ সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

বেসরকারি সেবা ও উন্নয়ন সংস্থা “অর্গানাইজেশন অব ওমেন্স ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ” (OWDEB)’র আয়োজনে চন্দনাইশের বরকলে এক প্রীতি প্রমিলা ফুটবল ম্যাচ ১২ নভেম্বর মঙ্গলবার বিকেলে সম্পন্ন হয়। এ খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। বিশেষ অতিথি ছিলেন দোহাজারী আহমদুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নারী-শান্তি-নিরাপত্তা”র সদস্য মো. জাফর আহমদ, বরকল আবদুল হাই- আনোয়ারা বেগম স্কুল এণ্ড কলেজের প্রধান শিক্ষক মো. নুরুল কবির চৌধুরী, বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. ফরহাদ হোসেন, উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সৈয়দ শিবলী ছাদেক কফিল, বরকল ইউনিয়ন পরিষদের সদস্য আয়েশা আক্তার আজাদী। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ওডেবের এরিয়া অফিসার মো. মাহমুদুল হক ও সভাপতিত্ব করেন ওডেবের প্রজেক্ট অফিসার রতন দেব। খেলায় সার্বিক সহযোগিতা করেন ওডেবের পিও শ্রাবস্তী মজুমদার জুঁই, সজল দাশ, ফয়জুল হাকিম, মাঠকর্মী হাসিনা আকতার, অনুপমা সাহা, রূপন দাশগুপ্ত, সানি শীল প্রমুখ।

বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় ও বরকল আবদুল হাই- আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয় ছাত্রী ফুটবল একাদশ। এতে পরিচালক (রেফারী) ছিলেন বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আমিনুল ইসলাম। ৬০ মিনিটের নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র থাকায় খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে বরকল শামসুজ্জামান উচ্চ বিদ্যালয় ৫-৪ বরকল আবদুল হাই- আনোয়ারা বেগম বালিকা উচ্চ বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। পরে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত (চ্যাম্পিয়ন ও রানারআপ) দলকে ট্রফি ও পুরষ্কার সামগ্রী বিতরণ করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর