চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৬ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
তথ্যটি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা জানান, বৃহস্পতিবার উপজেলার দোহাজারী পৌরসভার বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। এ সময় ছয় ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ধারায় ১৬ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। তিনি বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অর্থদণ্ড প্রাপ্ত ব্যবসা প্রতিষ্ঠান হলো যথাক্রমে, শাহ আমিন স্টোরকে ২ হাজার টাকা, জননী জুয়েলার্সকে ২ হাজার টাকা, আজাদ লাইব্রেরী এন্ড ইলেকট্রনিকসকে ২ হাজার টাকা তালতল সুইট্সকে ২ হাজার টাকা, প্রিমিয়াম সুইট্সকে ৫ হাজার টাকা ও তামিম স্টোরকে ৩ হাজার টাকাসহ সর্বমোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ উপজেলা ভূমি অফিসের কম্পিউটার অপারেটর শুভ দাশ, চন্দনাইশ থানা দোহাজারী তদন্ত কেন্দ্রের পুলিশের সদস্য এবং উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন।
Leave a Reply