চন্দনাইশ প্রতিনিধিঃ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মাদকসম্রাজ্ঞী পিংকী (২৮) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এ সময় তার থেকে ০৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা থেকে ১০টা পর্যন্ত উপজেলার দোহাজারী পৌরসভার সাঙ্গু নদীর ব্রীজ পাড় বার্মা কলোনির পশ্চিমপাড়া এলাকা থেকে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের কর্মরত মেজর ফজলে রাব্বি এর নেতৃত্বে একদল সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদককারবারি পিংকী চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার বার্মা কলোনির পশ্চিমপাড়া এলাকার আবুল কাশেমের কন্যা ও ঐ এলাকার কাউছার আহমেদের স্ত্রী।
জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন নারী মাদক কারবারি পিংকী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চালিয়ে তাকে আটক করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত মাদকসহ তাকে চন্দনাইশ থানায় হস্তান্তর করা হয়। ##
Leave a Reply