মুহাম্মদ আরফাত হোসেনঃ
চন্দনাইশ উপজেলার উত্তর হাশিমপুর পূর্ব ছৈয়দাবাদে গাউসিয়া কমিটির প্রতিষ্ঠাতা আওলাদে রাসূল(দঃ) গাউছে জামান আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ(রহঃ)'র ৩০ তম ওরশ শরীফ উদযাপন উপলক্ষে গত ২৫ জুলাই বাদে মাগরিব হতে খানকাহ-এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবীয়া তাহেরীয়া সাবেরীয়া'র ব্যবস্থাপনায় ও দিলারা শাহ ছবুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও খানকাহ শরীফের সভাপতি গোফরানুল হক মো. নোমান চৌধুরীর সার্বিক সহযোগিতায় পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী(দঃ) মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বেজমদিচ শিক্ষাকল্যাণ বোর্ডের চেয়ারম্যান আল্লামা অধ্যক্ষ আবদুস ছবুর চৌধুরীর সভাপতিত্বে, ওরশ পরিচালনা কমিটির যুগ্ম- আহবায়ক মাও. নাছির উদ্দীন আল- কাদেরীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা ভাইস চেয়ারম্যান মাও. মো. সোলাইমান ফারুকী, বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি মাও. আবদুর রহিম আনচারী, তকরির পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ আল্লামা মুফতি অছিয়র রহমান আল- কাদেরী, পশ্চিম এলাহাবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা রফিকুল ইসলাম আল- কাদেরী, মাদ্রাসা-এ আহমদিয়া সুন্নিয়া ছৈয়দাবাদের সুপার আল্লামা আবুল কাশেম আনচারী, মাও. কাজী আমিন উল্লাহ আল- কাদেরী, অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ওরশ পরিচালনা কমিটির আহবায়ক মাও. আবদুল খালেক আল- কাদেরী, গাউসিয়া কমিটি চন্দনাইশ উপজেলা শাখার সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক তালুকদার, যুগ্ম- সাধারণ সম্পাদক মো. আবু তাহের, মাও. আবদুল করীম আল- কাদেরী, মাও. হাফেজ আবদুল কাদের আল- কাদেরী, মাও. আনোয়ারুল ইসলাম, মাও. জাকের উল্লাহ, সাহেব মিয়া সওদাগর, ডা. ফরিদ আহমদ, শাহাদাত হোসেন চৌধুরী, গাজী মো. আলাউদ্দিন রাজু, আবদুর রহমান, মো. রিদওয়ানুল হক ওয়াসিম, মো. তারেক, মো. কাদের, ইয়াছিন আরাফাত প্রমুখ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা মুফতি অছিয়র রহমান আল- কাদেরী।