আজ ২৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চন্দনাইশের চরবরমা সুগত বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন


সৈয়দ শিবলী ছাদেক কফিল:

চন্দনাইশ উপজেলার চরবরমা সুগত বিহারে দানোত্তম শুভ কঠিন চীবর দানোৎসব ১২ নভেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী দুই পর্বের এ অনুষ্ঠানমালায় প্রথম পর্বে সভাপতিত্ব করেন সুচিয়া সুখানন্দ বিহারের অধ্যক্ষ সদ্ধর্মকথিক ভদন্ত অতুলানন্দ মহাস্থবির।

প্রধান জ্ঞাতি ছিলেন পটিঅ কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাস্থবির। প্রধান ধর্মদেশক ছিলেন অধ্যাপক ভদন্ত সুনন্দ মহাস্থবির। বৈকালিক পর্বে আশীর্বাদক ছিলেন শাসনভাস্কর ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির। সভাপতিত্ব করেন জামিজুরি বিদর্শনারাম বিহারের অধ্যক্ষ পণ্ডিত ভদন্ত শীলরক্ষিত মহাস্থবির। উদ্বোধক ছিলেন বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মানন্দ মহাস্থবির। প্রধান জ্ঞাতি ছিলেন জ্ঞানসারথী অধ্যাপক ভদন্ত জ্ঞানরত্ন মহাস্থবির।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্মপরিচালক নিখিল কান্তি বড়ুয়া। সংবর্ধিত অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। সঞ্চালনা করেন রনি বড়ুয়া ও সুব্রত বড়ুয়া। সম্পাদকীয় বক্তব্য দেন বিহারের সাধারণ সম্পাদক অশোক কুমার বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন বিধান বড়ুয়া মিলো। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিল্পকলা একাডেমির নির্বাহী সদস্য সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, ইউনিয়ন পরিষদের সদস্য মো. আনিসুর রহমান চৌধুরী, সাংবাদিক এস এম জিয়া প্রমুখ।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর