চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন’র পৃষ্ঠপোষকতায় এবং নির্দেশনায়, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রামের সার্বিক সহায়তায়, শিল্পী সমিতির আয়োজনে, সর্বস্তরের শিল্পীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে, সমিতির সাবেক সফল সাধারণ সম্পাদক, বিশিষ্ট সংগঠক, সমাজ হিতৈষী ব্যক্তিত্ব আলহাজ্ব আনোয়ারুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে বলেন, চট্টল গৌরব মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেনের আন্তরিক পৃষ্ঠপোষকতায় আজকের এই আয়োজন। তিনি বলেন, শিল্পীরা সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি।
শিল্পীদের কল্যাণে কাজ করতে পারলেই আনন্দ অনুভব করি। অতীতের মত ভবিষ্যতেও মাননীয় মেয়র মহোদয়ের পক্ষ থেকে আপনাদের পাশে থাকব। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় চট্টগ্রাম লালদীঘিস্থ সিটি কর্পোরেশন লাইব্রেরী ভবন (২য় তলা)’র হল রুমে সমিতির সভাপতি নুরুন্নবী চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ মহসিন চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন বোয়ালখালী পৌরসভা বিএনপির সভাপতি শহীদুল্লাহ চৌধুরী, এড. আরিফুর রহমান চৌধুরী, শিল্পী সংগঠক এ.কে. পিন্টু, সমীরণ চৌধুরী, এম. এন ইসলাম, প্রিয় রঞ্জন চৌধুরী, মিলন আচার্য্য, গীতা আচার্য্য গৌতম চক্রবর্ত্তী, মায়া চৌধুরী, নাসরিন চৌধুরী লাকী, চৈতী সেন, শিমুল শীল, দেবেশ রক্ষিত দেবু প্রমুখ।
বক্তারা শিল্পীদের কল্যাণে শিল্পী সমিতির প্রধান পৃষ্ঠপোষক চট্টল নন্দিত মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতার জন্য প্রশংসা করেন এবং শিল্পীদেরকে নিজ পরিবারের সদস্য মনে করে যে কোন প্রয়োজনে শিল্পীদের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা সভা শেষে উপস্থিত সর্বস্তরের শিল্পীদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply