নিজস্ব প্রতিবেদক
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম লালদিঘীর পাড় মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সংগঠনের নির্বাচন। চট্টগ্রাম লালদীঘির পাড় কার ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং চট্ট-১৬০৩) এর ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
গত সোমবার ২৩/১২/২০২৪ দ্যা হার্ট অব চিটাগং কনভেনশন হলে
এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিকেল চারটার পর থেকে ভোট গণনা শুরু হয়ে রাত সাতটা ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচন পরিচালনা উপ- কমিটির চেয়ারম্যান, জয়নাল আবেদীন শামীম ওনির্বাচন কমিশনার রবীন্দ্র কান্তি দে , বিজয়ীদের নাম ঘোষণা করেন।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। এবার নির্বাচনে ১৩টি পদের মধ্যে ৪ টি পদের কোন প্রতিদ্বন্দ্বি প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ৪জন এরা হলেন, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ শাহ আজিজ, প্রচার সম্পাদক পদে মোহাম্মদ জুবায়ের হোসেন,কোষাধ্যক্ষ পদে শ্যামল মজুমদার, লাইন সম্পাদক পদে মো ইয়াছিন,বাকি ৯টি পদের জন্য ২৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ৭০৫ জন ভোটারের মধ্যে ৬১১
জন ভোটাধিকার প্রয়োগ করেন।
জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের পাশাপাশি বিভিন্ন মান্যগণ ব্যক্তিবর্গ নির্বাচন পরিদর্শন করেন।
নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে ৩৪০ ভোট পেয়ে ফের নির্বাচিত হয়েছেন শাহজাহান রুবেল চৌধুরী, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো শাহাদাত হোসেন চেয়ার প্রতীক পেয়েছেন ২০৪ ভোট। কার্যকরি সভাপতি পদে মোঃ আব্দুল মোতালেব উড়োজাহাজ প্রতীকে ২৬১ পেয়ে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ হিরণ মিয়া রফিক দেওয়াল ঘড়ি প্রতীকে ২৫৩ ভোট ও সহ-সভাপতি পদে দুলাল কান্তি দে মাছ প্রতীকে ৩৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকট তম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো শওকত আলী মোরগ প্রতীকে ২১৪ ভোট পেয়েছে। সাধারণ সম্পাদক পদে মোঃ ইব্রাহিম টিপু সাইকেল প্রতীকে ৩২১ ভোটে নির্বাচিত হন , তার নিকটতম প্রতিবন্ধী খলিলুর রহমান হারিকেন প্রতীকে ১৬৩ ভোট পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ হেলাল হাতি প্রতীকে ২৪২ হয়ে নির্বাচিত হন নিকট তম প্রতিদ্বন্দ্বী রাজিব কান্তি বৈদ্য খেজুর গাছ প্রতীকে ২৩৩ ভোট পেয়েছেন। সহ-সাধারণ সম্পাদক পদে জাফর আহমদ লিটন মই প্রতীকে ২৫৭ ভোট পেয়ে নির্বাচিত হন তার নিকট তম প্রতিদ্বন্দ্বী মোঃ আজগর আলী হাস প্রতীকে ২২৭পেয়েছেন।
দপ্তর সম্পাদক পদে মোঃ আইয়ুব বাচ্চু ২৫১ নিয়ে ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদিন ফখরুল ইসলাম বই প্রতীকে ১৬৫ ভোট পেয়েছে। সদস্য পদে, ১ নম্বর সদস্য নির্বাচিত হন মোহাম্মদ খুরশেদ আলম ফুটবল প্রতীকে ৩৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন, মোঃকবির হোসেন হরিণ প্রতিকে ২ নং সদস্য নির্বাচিত হন।
Leave a Reply