চট্টগ্রাম রেল স্টেশনে ভাঙচুর চালিয়েছে বিক্ষুব্ধ কিছু যাত্রী
শনিবার (২৬ অক্টোবর) রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ম্যানেজার মনিরুজ্জামান।
তিনি বলেন, কক্সবাজারের লোকাল ট্রেনটি চট্টগ্রাম পৌঁছাতে দেরি করে। ওই ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার কিছু যাত্রী ঢাকায় যেতে তূর্ণা নিশিতার টিকেট কেটেছিলো। কিন্তু কক্সবাজারের লোকাল ট্রেন দেরি করায় তারা আর তূর্ণা নিশিতায় উঠতে পারেননি। ফলে অনাকাঙ্ক্ষিত কারণে ট্রেন মিস করায় তারা ক্ষুদ্ধ হয়ে ভাঙচুর চালায়। একপর্যায়ে তারা ট্রেনের টিকেট চেকার, ঘোষক ও স্টেশনের বুকিং সহকারী গিয়াস উদ্দিনকে লাঞ্চিত করে। এতে ৫ জন আহত হয় । রেলওয়ে পুলিশ ও আরএনবিকে খবর দেওয়া হলেও কোন ব্যবস্থা নেয়নি বলে জানান তিনি।
Leave a Reply