আজ ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সংগৃহীত ছবি

তথ্যকেন্দ্র নির্মাণকাজের উদ্বোধন করলেন চবি উপাচার্য


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তথ্যকেন্দ্র নির্মাণের কাজ উদ্বোধন করেছেন চবি উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। তথ্যকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয়ের ২১তম ব্যাচ ‘আমরা একুশ চ.বি’। আজ শনিবার (১৭ সেপ্টেম্বর) এর নির্মাণকাজ উদ্বোধনকালে উপাচার্য বলেন, ‘আমরা একুশ’ এর উদ্যোগে নির্মিতব্য তথ্যকেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জন্য অত্যন্ত সময়োপযোগী স্থাপনা হিসেবে বিবেচিত হবে। ‘আমরা একুশ’এবং রোটারী ইন্টারন্যাশনাল-৩২৮১ এর উদ্যোগে ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি কমফোর্ট সেন্টার নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা এভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং অবকাঠামোগত উন্নয়নে ‘আমরা একুশ’ এর মতো প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে আশা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আমরা একুশ চবি’র আহ্বায়ক অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম, সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন বাদল, জেলা ও দায়রা জজ এ কে এম মোজাম্মেল হক চৌধুরী লেনিন, কর কমিশনার ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, চট্টগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সালাহউদ্দিন মো. রেজা, অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, রেজাউল করিম স্বপন, ভবরঞ্জন বণিক, সুস্মিতা সুলতানা, মাসুদ তালুকদার, সরওয়ার মামুন, মীর আহমেদ চৌধুরী মিন্টু, সাইফুল ইসলাম সোহেল, অ্যাডভোকেট ওমর ফারুক, অপু বৈদ্য, হাসনা বানু, সিমলা চৌধুরী, ওহিদুল আলম, রেজাউল করিম, মুজিব রহমান, অধ্যক্ষ শোভন চৌধুরী, দিদারুল আলম, জহুরুল ইসলাম হেলাল, সবুজ নাথ, চম্পা চৌধুরী, মৃদুল চক্রবর্তী, মানিক মজুমদার, অধ্যাপক নুরুল আমিন, আলী মাহবুব, ইমাম হোসেন, মো. সাইফুল্লাহ, রাশেদ উদ্দিন, রতন চক্রবর্তী, মো. শহীদুল্লাহ, মো. নাসিম প্রমুখ।
উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো নির্মিতব্য এই তথ্যকেন্দ্রের মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিরা বিশ্ববিদ্যালয় সম্পর্কে ধারণা লাভ করবেন। আধুনিক স্থাপত্য কৌশল অবলম্বনে বহুতল বিশিষ্ট তথ্যকেন্দ্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগ, আবাসিক হলসহ বিশ্ববিদ্যালয় সম্পর্কিত সব তথ্য একই ছাদের নিচে পাওয়া যাবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর