মোঃসরওয়ার আলম চৌধুরী চট্টগ্রামের বাঁশখালী প্রতিনিধি >>> উপজেলার ১১নং পুইছড়ী ইউনিয়নের পূর্ব পুইছড়ি ৫নং ওয়ার্ডের আবু ছিদ্দীক নামের পঞ্চাশ বছর বয়সী এক যুবক হাতির আক্রমণে নিহত হয়েছেন। তিনি ঐ এলাকার মৃত্যু আব্দু জব্বার এর ছেলে।গত কাল পুইছড়ি ফরেস্ট ডিপার্টমেন্টের অধীনে বাগান পরিষ্কার করার জন্য পাহাড়ে গিয়েছিলেন, যথারীতি সন্ধ্যা নাগাদ বাড়ীতে ফিরে না আসলে ওনার স্ত্রী এলাকাবাসীকে জানালে খুজাখুজির এক পর্যায়ে তাকে ঐ পাহাড়ী এলাকায় মৃত ও চেহারা বিক্রিত অবস্থা পাওয়া যায়। বনের হাতির আক্রমণের মৃত্যুর কারণ হয়ে থাকতে পারে বলে সবার ধারনা।স্থানীয় সূত্রে জানা গেছে, আবু ছিদ্দীক দীর্ঘদিন ধরে বন বিভাগের অধীনে পাহাড়ি এলাকায় বাগান পরিষ্কার করার কাজ করছিলেন। গতকাল সকালে তিনি পাহাড়ে গিয়েছিলেন।এ ঘটনায় স্থানীয় এলাকাবাসী গভীর শোক প্রকাশ করেছেন যেহেতু ওনার পরিবারে উপার্জনক্ষম কোন ব্যাক্তি নাই।আছে ওনার স্ত্রী দুই কন্যা সন্তান এককন্যার বিয়ে হলে ও তাহার স্বামী শরীরীক প্রতিবন্ধী অন্য মেয়েটি অবিবাহিত।বন্যপ্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বিশেষ করে, এই এলাকায় বন্য হাতির উপস্থিতি এবং আক্রমণের সংখ্যা বাড়তে থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পাহাড়ে বসবাসকারী ও পাহাড়ী জীবিকার উপর নির্ভরশীল ব্যাক্তি সাধারণ।নিহত আবু ছিদ্দীকের পরিবার শোকাহর্ত, এবং তারা সরকারের কাছে যথাযথ ক্ষতিপূরণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন ও বন বিভাগ ঘটনাস্থলে পৌঁছানোর পর নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে, এবং এ বিষয়ে প্রয়োজনীয় তদন্ত শুরু করেছে।
Leave a Reply