পবিত্র মাহে রমজান উপলক্ষে,চট্টগ্রাম নাট্যশিল্পী কল্যান সমিতির উদ্যোগে,আজ নগরীর নবাব সিরাজ-উদ-দৌলা সড়কের খাঁন কমিউনিটি সেন্টার হলে স্বাধীনতা পরবর্তী অদ্যাবদি বিভিন্ন সময়ে মৃত্যু বরন করা গুনী শিল্পীদের শ্রদ্ধাভরে স্মরণ এবং তাদের আত্মার শান্তি কামনায় দোয়া, ইফতার মাহফিল ও স্মরণসভা অনুস্টিত হয়।শিল্পী বান্ধব সংগঠক এ কে পিন্টু’র সমন্বয়ে ও চট্টগ্রামের জৈষ্ঠ্য মঞ্চ শিল্পীদের সার্বিক সহযোগিতায় আজকের অনুস্টানে চট্টগ্রামের সর্বস্তরের(চলচ্চিত্র, মঞ্চ, বেতার,টেলিভিশন) শিল্পীরা অংশ গ্রহন করেন। করোনার প্রাদূর্ভাবে দীর্ঘদিন শিল্পীদের কর্মযজ্ঞের বিরতি থাকায় একে অপরের সাথে দেখা না হওয়ায় আজ সকলের উপস্থিতিতে প্রানবন্ত হয়েছে আয়োজন, পরিনত হয়েছে শিল্পীদের মিলন মেলায়।অনুস্টানে প্রয়াত সকল শিল্পীদের শোক ও শ্রদ্ধা নিবেদনে স্মরণ করেন,জনাব মোহাম্মদ মহসিন চৌধুরী, চন্দনাথ বিশ্বাস চাঁদু,মাহাবুব আলী,সু-দর্শন চক্রবর্তী, পুলক রাজ সেনগুপ্ত, সমীরণ চৌধুরী, নাসির চৌধুরী, দেবাশীষ চৌধুরী, সম্ভু দাশ,মোহাম্মদ সেলিম,কুমকুম চৌধুরী আবু তাহের, দানী চৌধুরী, শিপ্রা চৌধুরী, সুবর্ণা ভট্টাচার্য, প্রিয় রন্জন চৌধুরী,মিলন আচার্য,লায়ন এস বি জীবন, শরীফা ইয়াছমিন, নাছরিন আক্তার লাকী,গীতা আচার্য, নার্গিস আক্তার,মোঃ সেলিম (মেকাপ) , কে কে বাবুল,দেবেশ কুমার দে দেবু,নয়ন চৌধুরী সহ অন্যান্যরা।আলোচনা শেষে, চট্টলার শিল্পী সমাজের অন্যতম সংগঠক,স্বাধীনতা পরবর্তী চট্টগ্রাম শিল্পী সমিতির নির্বাচিত প্রথম সভাপতি, বাবু চন্দনাথ বিশ্বাস চাঁদু’কে সংগঠন এর পক্ষ থেকে আজীবন সম্মাননা প্রদান করা হয়।অতপর প্রয়াত শিল্পীদের আত্মার শান্তি কামনা ও উপস্থিত শিল্পীবৃন্দ সহ সকলের সুস্বাস্থ্য কামনায় কদম মোবারক মসজিদ এর মাওলানা মোহাম্মদ সোলাইমান এর মোনাজাত শেষে উপস্থিত সকলেই ইফতারে শরিক হন।
Leave a Reply