এনামুল হক রাশেদী, চট্টগ্রাম>>>চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানাধীন স্টেশন রোডে অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) বোতল ফেন্সিডিল ও ০৩ (তিন) কেজি গাঁজা সহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশ।সিএমপি চট্টগ্রামের কোতোয়ালী থানার পুলিশের একটি অভিযান টিম নির্ভরযোগ্য সূত্রে সংবাদ পেয়ে ০৮ জানুয়ারী’২৫ ইং বুধবার ০৮.২০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন ষ্টেশন রোডস্থ ৭নং বাস পার্কিং এর প্রবেশ মুখে পাকা রাস্তার উপর হতে ফেন্সিডিল ও গাঁজা সহ হাতে নাতে ২ মাদক ব্যবসায়ী আসামীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামী জাহাঙ্গীর আলম (১৯) কে গ্রেফতার পূর্বক তাহার হেফাজত হইতে ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিল ও ০৩(তিন) কেজি গাঁজা এবং আসামী মোঃ ইমাম হোসেন প্রকাশঃ জিসান (৩৫) এর হেফাজত হতে ১০(দশ) বোতল ফেন্সিডিল সহ মোট ৫০(পঞ্চাশ) বোতল ফেন্সিডিল ও ০৩(তিন) কেজি গাঁজা উদ্ধার পূর্বক জব্দ করা হয় বলে জানিয়েছেন কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply