এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ
৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকা চট্টগ্রাম নগর যুবলীগের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুকে গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবু চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন হরেন্দ্র বিজয় পালের ছেলে ও সুচিন্তা বাংলাদেশ ফাউন্ডেশনের বিভাগীয় সদস্য এবং বিগত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনের সাবেক সাংসদ এম এ লতিফের নির্বাচনী সমন্বয়কারী ছিল ।
জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন দেবাশীষ পাল দেবু। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সে ছাত্র জনতার আন্দোলনে প্রকাশ্যে হামলায় নেতৃত্ব দিয়েছেন কোতোয়ালি, চান্দগাঁও, বন্দর ও ইপিজেড এলাকায়। সম্প্রতি আদালত এলাকায় চাঞ্চল্যকর এডভোকেট আলিফ হত্যায় সনাতন ধর্মাবলম্বীদের উস্কানি, অর্থদাতা প্রধান সহযোগী হিসেবে নেপথ্যে দেবাশীষ দেবু ছিলেন বলে অনেকের অভিযোগ রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুকে গ্রেফতার করা হয়েছে। তার গ্রেফতার বিষয়ে বিস্তারিত গণমাধ্যম কর্মিদেরকে পরে জানাবেন বলে জানান ওসি বন্দর। বৃহস্পতিবার বিকেলে দেবু কে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Leave a Reply