আজ ২০শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটিতে পাপ্পা।লেয়াকত আলীর পদত্যাগের ঘোষণা


মোঃসরওয়ার আলম বাঁশখালী চট্টগ্রাম প্রতিনিধি >>> চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার সকালে ঘোষিত ৫ সদস্যের কমিটিতে বাঁশখালীর ২ জন স্থান পেয়েছে।চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির ঘোষিত কমিটিতে যুগ্ম আহবায়ক পদপ্রাপ্ত বাঁশখালীর গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক লেয়াকত আলী। কেন্দ্র থেকে ইদ্রীস মিয়াকে আহবায়ক,আলী আব্বাসকে সিনিয়র যুগ্ম আহবায়ক, লেয়াকত হোসেন,মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহবায়ক এবং লায়ন হেলাল উদ্দিনকে সদস্য সচিব করে ৫ সদস্য বিশিষ্ট এই কমিটি ঘোষণার পর পরই লেয়াকত আলী এই কমিটি প্রত্যাখান করে তার ভেরিফাই ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে কমিটিতে থেকে পদত্যাগের ঘোষণা দেন।পোস্টে লেয়াকত আলী লিখেন,দল আমাকে যথেষ্ট মূল্যায়ন করার চেষ্টা করছে। আমাকে দেয়া জাকাতি পদটি অন্য কাউকে দিয়ে খুশি করুন। আমি পদত্যাগ করলাম” কয়েক মিনিট পর আরেক পোস্টে তিনি লিখেন “দক্ষিন জেলা কমিটিতে যে লেয়াকত দেখা যাচ্ছে সেটি আমি নই”চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির কমিটি ঘোষণার পর দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক প্রতিমন্ত্রী জাফরুল ইসলাম চৌধুরীর ছোট ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরীর সমর্থকদের মাঝে উল্লাস দেখা গেলেও অন্য গ্রুপের সমর্থকরা এই কমিটি নিয়ে হতাশা প্রকাশ করেছেন। অনেককে এনিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রতিক্রিয়া জানাতেও দেখা গেছে।

০‏


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর