আজ ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী পুরষ্কার পেলেন সাতকানিয়া থানার উপ পরিদর্শক সুব্রত দাশ


চট্টগ্রাম জেলার মাদক উদ্ধারকারী হিসেবে শ্রেষ্ট উপ পরিদর্শক নির্বাচিত হয়েছেন সাতকানিয়া থানার উপ পরিদর্শক সুব্রত দাশ।

মাদক উদ্ধার ও অপরাধ দমনে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে তিনি এ বছরের এপ্রিল মাসের জেলার শ্রেষ্ঠ উপ পরিদর্শক হিসেবে নির্বাচিত হন।

এ উপলক্ষে গত (১২ মে)বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক আনুষ্ঠানিক ভাবে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট, সনদপত্র ও সম্মাননার অর্থ তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার (এসপি) এস এম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আফরুজুল হক টুটুল, অতিরিক্ত পুলিশ সুপার (পটিয়া সার্কেল) তারিক রহমান, সকল অতিরিক্ত পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, সকল থানার অফিসার ইনচার্জ গণ প্রমুখ।

এ ব্যাপারে জেলার শ্রেষ্ঠ উপ পরিদর্শক হিসেবে নির্বাচিত সাতকানিয়া থানার উপ পরিদর্শক সুব্রত দাশ চাটগাঁর সংবাদকে বলেন, এ স্বীকৃতি দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে আমাকে আরো বেশি অনুপ্রেরণা যোগাবে।আমি প্রত্যাশা করছি যেন সাফল্যের ধারা অব্যাহত রেখে সততা, নিষ্ঠা এবং স্বচ্ছতার মাধ্যমে আমার উপর দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর