আজ ৯ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এএসআই হলেন সাতকানিয়া থানার নাজমুল হাসান


আইনশৃংখলার উন্নয়ন,ওয়ারেন্ট তামিল,মাদক ও ইয়াবা উদ্ধারে বিশেষ অবদান রাখায় চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছেন সাতকানিয়া থানার এএসআই নাজমুল হাসান। আজ ২২ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকালে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা মাসিক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ২০২২ সালের জানুয়ারী মাসে আইনশৃংখলার উন্নয়ন,ওয়ারেন্ট তামিল,মাদক উদ্ধারে সফলতা অর্জন করায় সাতকানিয়া থানার এএসআই মো, নাজমুল হাসানকে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ এএসআই হিসেবে নির্বাচিত করা হয়। এসম সময় অসামান্য অবদান স্বরুপ এএসআই নাজমুল হাসানকে সম্মাননা স্বারক ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এসএম রশিদুল হক (পিপিএম) সেবা। মাসিক কল্যাণ সভায় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন। শ্রেষ্ট পুরুষ্কার অর্জনকারী সাতকানিয়া থানার এএসআই নাজমুল হাসান জানান, ভাল কাজে পুরুষ্কার পেলে সত্যিই নিজেকে অনেক গৌরবান্বিত মনে হয় এবং কাজ করতে অনেক বেশী আগ্রহ বাড়ে। সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শিবলী নোমান, সাতকানিয়া থানার ওসি আবদুল জলিল স্যারের সার্বিক নির্দেশনায় এবং আন্তরিকতায় মাদক ও ইয়াবা উদ্ধারে কাজ করে যাচ্ছি। স্যারদের আন্তরিকতার কারণে আমি চট্টগ্রাম জেলায় শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কর্মকর্তা হিসেবে সম্মাননা পেয়েছি। এ সম্মাননা আমার জন্য অনেক সাফল্যের এবং গৌরবের। সকলের কাছে দোয়া ভালবাসা কামনা করছি। আমি চাই সাতকানিয়া থানা একটি মাদক, সন্ত্রাস মুক্ত হোক। কোন ধরণের মাদক বিক্রেতাদের ছাড় দেওয়া হবে না বলেও তিনি জানান।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর