নিউজ ডেক্স >>> চট্টগ্রাম খাতুনগঞ্জ পাইকারি বাজারে জেলা প্রশাসন কর্তৃক বাজার মনিটরিং টাস্কফোর্স এর অভিযান পরিচালনা করা হয়েছে।রবিবার (৩ মার্চ) বেলা ১.০০ ঘটিকা হতে বেলা ৩ ঘটিকা পর্যন্ত জেলা প্রশাসনের বাজার মনিটরিং টাস্ক ফোর্স অভিযানের অংশ হিসেবে মহানগরীর খাতুনগঞ্জ বাজার এলাকায় বিশেষ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাকিব শাহরিয়ার, সুমন মন্ডল অপু, মোঃ আসিফ জাহান শিকদার, জেলা প্রশাসকের কার্যালয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে ৩ টি ভোজ্যতেলের দোকানে মোড়কজাত পণ্যের মূল্য উল্লেখ না থাকা ও হালনাগাদকৃত মূল্য তালিকা না থাকার অভিযোগে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন ২০১৮’ এর সংশ্লিষ্ট ধারায় ০৩ টি মামলায় মোট ১৬,৫০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সতর্ক করা হয়। এছাড়াও অন্যান্য নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানসমূহে বিশেষ নজরদারি করা হয় ও পণ্য মজুতের বিষয়ে বিশেষ সতর্কতা প্রদান করা হয়। এ সময় বিএসটিআইয়ের কর্মকর্তাসহ চট্টগ্রাম মেট্রোপলিটনের পুলিশ সদস্যগণ সার্বিক সহযোগিতা প্রদান করেন।
Leave a Reply