আজ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম এসেও শো-রুম উদ্বোধন করতে পারলেন না মেহজাবীন


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক >>> চট্টগ্রাম নগরের রিয়াজউদ্দিন বাজারে ব্যবসায়ী-তাওহীদি জনতা’র ব্যানারে একদল মানুষের বাধার মুখে সৌ-রুম উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিতে পারেননি ছোট পর্দার জনপ্রিয় নায়িকা মেহজাবীন চৌধুরী।শনিবার (২ নভেম্বর) দুপুর ২টার সময় আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। সেজন্য আগেভাগেই চট্টগ্রামে আসেন তিনি।
জানা যায়, আজ বেলা ২টার দিকে রিয়াজউদ্দিন বাজারের আর এস রোডে ‘খুকি লাইফস্টাইল’ নামে একটি ব্র্যান্ড শপ উদ্বোধনের কথা ছিল মেহজাবীনের। এর আগেই তাকে নিয়ে দোকান উদ্বোধনের সিদ্ধান্ত থেকে সরে না আসলে প্রতিরোধের হুঁশিয়ারি দিয়ে প্রচারপত্র বিলি ও ব্যানার টানায় ‘রিয়াজউদ্দিন বাজার সর্বস্তরের ব্যবসায়ী ও তওহীদি জনতা।স্থানীয় কয়েকজন জানান, মেহজাবীন মূলত নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে। সে জন্য মেহজাবীন অনুষ্ঠানে আসেননি।এ বিষয়ে খুকি লাইফ স্টাইল শো-রুমের ম্যানেজার ইমদাদ বলেন, ‘ব্যক্তিগত কারণে উনি আসতে পারেননি। শেষে উনাকে ছাড়াই উদ্বোধন অনুষ্ঠান শেষ হয়েছে। আর কিছু বলতে পারছি না।শো রুম উদ্বোধন অনুষ্ঠানে আসা এক অতিথি বলেন, ‘বিষয়টা হচ্ছে উনি নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। এর সঙ্গে কিছু রাজনৈতিক ইস্যুও আছে শুনেছিলাম। তবে বিস্তারিত জানি না। যে কারণে চট্টগ্রামে এসেও শেষ পর্যন্ত শো-রুম উদ্বোধনে আসেনি তিনি। ওনাকে ছাড়াই উদ্বোধন করতে হয়েছে।’
এর আগে ‘খুকি লাইফস্টাইল’ শো-রুম উদ্বোধনের কথা জানিয়ে গত ২৯ অক্টোবর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিওবার্তা দিয়েছিলেন চট্টগ্রামের মেয়ে মেহজাবীন চৌধুরী। এসময় চট্টগ্রামের সবার সঙ্গে দেখা হওয়ার কথাও জানান তিনি।
ঘটনাটিকে কীভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে এ ব্যবসায়ী বলেন, ‘এটা তো বুঝলাম না। এখানে কী অসুবিধা! শো-রুম উদ্বোধনে আসছে তো অসুবিধাটা কোথায়? আমি সাবেক সাধারণ সম্পাদক। দায়িত্ব ছেড়ে দিয়েছি এক বছর হয়ে গেছে। তাই পুরো ঘটনাটা জানা নেই।’কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘আগের দিন এক হুজুর একটি শোরুম উদ্বোধন করেছেন। পরদিন মেহজাবীন দিয়ে আরেকটি শোরুম উদ্বোধন করার আয়োজন করে একটি পক্ষ। যেটি হুজুরের প্রতি অসম্মান জানিয়ে প্রতিরোধের ঘোষণা দেয় অপরপক্ষ।’ বিষয়টি জেনেই মেহজাবীন নিজ থেকে শোরুম উদ্বোধনে আসেননি বলে জানা তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর