বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসঅ্যাবিলিটি নেটওয়ার্ক (বিবিডিএন) ও আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর যৌথ উদ্যোগে চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক্সিবিশন হলে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ চাকরি মেলা। গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে অনুষ্ঠিত এই মেলায় চট্টগ্রামসহ আশেপাশের জেলা থেকে আগত ৩৭৫ জনেরও বেশি চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। বিভিন্ন খাতের ২০টি নিয়োগদাতা প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করে।
এই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য ছিল ইস্পাহানি গ্রুপ, বার্জার পেইন্টস, ব্র্যাক ব্যাংক পিএলসি, আমেরিকান অ্যান্ড এফার্ড, প্যাসিফিক জিন্স, ক্লিফটন কটন মিলস, ব্র্যাক ক্যারিয়ার হাব, আক্সেস বাংলাদেশ ফাউন্ডেশন, বি-স্ক্যান এবং আরও অনেক জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিষ্ঠান। এ ধরনের উদ্যোগ কর্মসংস্থানের ক্ষেত্রে প্রতিবন্ধী ব্যক্তিদের দক্ষতা ও সামর্থ্যের মূল্যায়ন করে এবং তাদের সঠিক কর্মসংস্থানের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সমাপনী অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল নবনিযুক্ত কর্মীদের মধ্যে নিয়োগপত্র প্রদান, কর্মীদের অভিজ্ঞতা ভাগাভাগি, নিয়োগদাতাদের সংক্ষিপ্ত বক্তব্য এবং উপস্থিত সকল নিয়োগদাতাদের মধ্যে অংশগ্রহণের সার্টিফিকেট বিতরণ ও ফটো সেশন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চিটাগং চেম্বার এর জয়েন্ট সেক্রেটারি নুরুল আবছার চৌধুরী। সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের ফুড সিকিউরিটি অ্যান্ড লাইভলিহুডস/চাইল্ড পোভার্টি প্রোগ্রামের ডিরেক্টর তানিয়া শারমিন এবং আইএলও ঢাকার প্রগ্রেস প্রকল্পের প্রধান টেকনিক্যাল উপদেষ্টা পিটার বেলেন। এছাড়াও, বিবিডিএন-এর চেয়ারম্যান অ্যাডভাইজরি কাউন্সিলের সদস্য সালাহউদ্দিন কাসেম খান এবং অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মোহাম্মদ আনোয়ার পাশা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। জনাব আনোয়ার পাশা বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। বৈষম্যহীন সমাজ গড়ে তোলার যে উদ্দেশ্যে বিবিডিএন কাজ করছে, তার জন্যে আমি তাদের সাধুবাদ জানাই। এই লক্ষ্যেই বর্তমান সরকারও কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের বিশেষ চাহিদা সম্পর্কে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসায় বৈষম্য দূর করা সম্ভব।” লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মাদ মাহবুব মোরশেদ প্রিন্সিপ্যাল প্রয়াস ও আইএলও-এর ন্যাশনাল প্রোগ্রাম অফিসার ফারজানা রেজা মেলার সফল আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগের প্রত্যাশা প্রকাশ করেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মনোনীত প্রার্থীদের মধ্যে নিয়োগপত্র প্রদান করা হয় এবং অংশগ্রহণকারী নিয়োগদাতা প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিদের সার্টিফিকেট প্রদান করা হয়। বিবিডিএন এবং আইএলও-এর এ উদ্যোগ প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের দিগন্তে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে এবং ভবিষ্যতে আরও কর্মমুখী উদ্যোগে অংশগ্রহণের আশা জাগিয়েছে।
Leave a Reply