আজ ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা


চট্টগ্রামে নানা কর্মসূচির মধ্য দিয়ে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এবারে দিবসের প্রতিপাদ্য বিষয় “ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা”। দিবসটি উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন চট্টগ্রাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) চট্টগ্রামের যৌথ উদ্যোগে সকাল ১০ টায় নগরীর সার্কিট হাউজ সম্মেলন কক্ষ, কাজীর দেউরীতে আলোচনা সভার আয়োজন করা হয়। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার ডঃ প্রকাশ কান্তি চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম রেঞ্জের পুলিশের অতিরিক্ত ডিআইজি জাকির হোসেন, পিপিএম, দি চিটগাং চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মাহবুবুল আলম এবং ক্যাব চট্টগ্রামের সভাপতি এস এম নাজের হোসাইন। প্রতিপাদ্য বিষয়ে মুল বক্তব্য উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের আইন অনুষদের ডীন, প্রফেসর এবিএম আবু নোমান। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ’র স্বাগত বক্তব্যে আলোচনায় অংশ নেন চেম্বারের সাবেক পরিচালক মাহফুজুল হক শাহ, দোকান মালিক সমিতির সভাপতি সালেহ আহমদ সুলেমান, ফুলকলির জিএম এম এ সবুর, ১৪ দলের নেতা মিথুল দাস গুপ্ত, ওয়ার্কাস পাটির চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক শরীফ চৌহান, ক্যাব বিভাগীয় কমিটির সহ-সভাপতি ও প্রবীন সাংবাদিক এম নাসিরুল হক, রেস্তোরা মালিক সমিতির সভাপতি ইলিয়াছ ভুইয়া, ক্যাব মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, ক্যাব চট্টগ্রাম দক্ষিন জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান, ক্যাব লালখান বাজারের ঝর্না বড়ুয়া, পাহাড়তলী বনিক সমিতির সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন, কামাল বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি খালেদ খান চৌধুরী প্রমুখ। এর আগে অতিথিবৃন্দ ট্রাক শো’র উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর