আজ ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে বাসের চাপায় ভাই-বোনসহ নিহত ৩


অনুপম শীল,চট্টগ্রাম >>> চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারীতে পূরবী পরিবহন নামের একটি বাসের চাপায় এক অটোরিকশার চালক ও দুই শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক শিক্ষার্থী। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দোহাজারী বাজারে আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে ঘটে।দুর্ঘটনায় নিহতরা হলেন- ওয়াকার উদ্দীন আদিল (১২), উম্মে হাবিবা রিজভী (১৬) এবং নুরুল আমিন (৪৫)। এদের মধ্যে আদিল ও রিজভী আপন ভাই-বোন। আদিল পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র এবং রিজভী নবম শ্রেণির ছাত্রী। তারা জামিরজুরি চেয়ারম্যান বাড়ির জসীমউদ্দীনের সন্তান। অন্যদিকে নুরুল আমিন দুর্ঘটনাকবলিত ওই ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন। তিনি একই এলাকার চান গাজীর বাড়ির মৃত আমানত উল্লাহর ছেলে।এদিকে আহত শিক্ষার্থীর নাম মোছা. তুসিন আক্তার (১৬)। সে চান গাজীর বাড়ির আব্দুল্লাহর মেয়ে। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে অটোরিকশায় চড়ে কোচিংয়ে যাচ্ছিল তিন শিক্ষার্থী। পথে দোহাজারী বাজার এলাকায় অটোরিকশাটিকে পেছন থেকে চাপা দেয় পূরবী পরিবহন নামের একটি বাস। এতে ঘটনাস্থলে এক স্কুলশিক্ষার্থী ও রিকশাচালক নিহত হয়। হাসপাতালে নেওয়ার পথে আরেক স্কুল শিক্ষার্থী মারা যায়।বিষয়টি নিশ্চিত করে দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুরঞ্জন চাকমা বলেন, ‘পূরবী বাসের চাপায় অটোরিকশাচালক ও দুই শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনায় আরও এক শিক্ষার্থী আহত হয়েছে। তাকে প্রথমে দোহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।’ওসি আরও বলেন, এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর