আজ ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

চট্টগ্রামে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ


আব্দুল্লাহ আল মারুফ নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম >>> চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন মোহরা পাইলট একাডেমি স্কুলের প্রধান শিক্ষক প্রকৌশলী দেদুল বড়ুয়ার বিরুদ্ধে নারী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে।ভিক্টিম নারী শিক্ষিকা একই স্কুলে কর্মরত।বুধবার (১৫ জানুয়ারি) দুপুর আড়াইটার সময় এ ঘটনা ঘটে।পরে ওই শিক্ষিকার আত্মচিৎকারে আশপাশের মানুষ সেখানে ছুটে গিয়ে উদ্ধার করে প্রধান শিক্ষক দেদুল বড়ুয়াকে আটক করে রাখে।জানা যায়,দেদুল বড়ুয়া চান্দগাঁও থানার মোহরা এলাকার স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব,পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।স্থানীয়রা জানান,দুপুর দুইটার দিকে দেদুল বড়ুয়া স্কুলের প্রধান ফটক বন্ধ করে ওই নারী শিক্ষককে ধর্ষণ করেন।এসময় নারীকে উদ্ধার করে বাসায় পাঠিয়ে দেওয়া হয়।অভিযুক্ত শিক্ষক দেদুল বড়ুয়াকে পুলিশে দেওয়া হয়।তবে পুলিশ জানিয়েছেন,ধর্ষণের অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি।এই বিষয়ে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) মো. তানভির আহমেদ বলেন,এলাকাবাসী ধর্ষণের অভিযোগে ওই শিক্ষককে দুই ঘণ্টা আটকে রাখে। খবর পেয়ে পুলিশ গিয়ে ওই শিক্ষক দেদুল বড়ুয়াকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।আমরা ভুক্তভোগী নারী শিক্ষককে খবর দিয়েছি।তিনি আসলে বিস্তারিত জেনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর