এনামুল হক রাশেদী, চট্টগ্রাম >>> কোতোয়ালী থানার একটি চৌকস অভিযান টিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ইং ২১/০১/২০২৫ তারিখ ২১.২০ ঘটিকার সময় কোতোয়ালী থানাধীন রিয়াজ উদ্দিন বাজারস্থ সালেহ মরিয়ম মার্কেটের ৭ম তলায় আসামী জুবায়ের এর ভাড়া বসতঘর হতে মোবাইল ছিনতাই ও ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের ০৩(তিন) সদস্যকে আটক করেছে। আটক ব্যক্তিদের নিকট হতে বিভিন্ন ব্র্যান্ড ও মডেলের ৫২টি মোবাইল সেটও উদ্ধার করেছে পুলিশ। আসামীদেরকে উক্ত মোবাইল সেট গুলো বৈধ কাগজপত্র উপস্থাপন করার জন্য বললে তারা মোবাইল গুলোর কোন প্রকার বৈধ কাগজ উপস্থাপন করতে পারেনি। আসামীদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ৫২টি মোবাইল সেট চোরাই বলে স্বীকার করে। আসামীরা পরস্পর যোগসাজশে বিভিন্ন চোর'দের নিকট হতে স্বল্প মূল্যে উক্ত মোবাইল গুলো ক্রয় করেছে মর্মে জানায়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামীদের হেফাজত হতে ৫২টি মোবাইল সেট উদ্ধার পূর্বক জব্দ করা হয় বলে জানায় কোতোয়ালী থানা পুলিম। আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মোবাইল ছিনতাই হওয়া ব্যক্তিদের সুবিধার্থে কোতয়ালী থানা জব্দকৃত মোবাইলগুলোর ব্র্যান্ড নেইম, মডেল ও IMEI নম্বর প্রকাশ করেছে।
১। ১টি পুরাতন Realme মোবাইল যাহার IMEI নাই, সিরয়িাল নং-a2625f70
২। ১টি পুরাতন Realme মোবাইল যাহার IMEI (i) 25666992048304670356, (ii) 868887656685709/78
৩। ১টি পুরাতন Realme মোবাইল যাহার IMEI (i) 860132575443346, (ii) 860132556455558
৪। ১টি পুরাতন Redmi মোবাইল যাহার IMEI (i) 868644405432739/01, (ii) 868644405432788/01
৫। ১টি পুরাতন Redmi মোবাইল যাহার IMEI(i) 868644405432739/01, (ii) 868644405432788/01
৬। ১টি পুরাতন Redmi মোবাইল যাহার IMEI (i) 868689023417232/63, (ii) 868689023417562/63
৭। ১টি পুরাতন Redmi মোবাইল যাহার IMEI(i) 350143433323320/78, (ii) 350143433211111/78
৮। ১টি পুরাতন Realme মোবাইল যাহার IMEI (i) 350149334332328/47, (ii) 350149562212325/47
৯। ১টি পুরাতন VIVO মোবাইল যাহার IMEI (i) 869175059935858, (ii) 869175059935841
১০। ১টি পুরাতন VIVO মোবাইল যাহার IMEI (i) 870212352123333, (ii) 870212343341127
১১। ১টি পুরাতন VIVO মোবাইল যাহার IMEI (i) 863534059651236/00, (ii) 863534056951228/00
১২। ১টি পুরাতন OPPO মোবাইল যাহার IMEI (i) 350143567433556, (ii) 350143567433507
১৩। ১টি পুরাতন SAMSUNG মোবাইল যাহার IMEI (i) 35041410019874501, (ii) 35083775019874001,
১৪। ১টি পুরাতন LG মোবাইল যাহার IMEI (i) 354179111409359
১৫। ১টি পুরাতন LENOVO মোবাইল যাহার IMEI (i) 35670351117331118, (ii) 35670351117332918
১৬। ১টি পুরাতন HELLO 30 মোবাইল যাহার IMEI (i) 87021235212121278, (ii) 87021234334433778
১৭। ১টি পুরাতন TECNO Spark মোবাইল যাহার IMEI (i) 87033256566540, (ii) 870333256566508
১৮। ১টি পুরাতন SYMPHONY মোবাইল যাহার IMEI (i) 87021235454544278, (ii) 870212342355433178
১৯। ১টি পুরাতন Realme মোবাইল যাহার IMEI নাই, যাহার সিরিয়াল নং-D3ec 3579
২০। ১টি পুরাতন POCO মোবাইল যাহার IMEI (i) 86185505555682800, (ii) 86185505555683600
২১। ১টি পুরাতন Realme মোবাইল যাহার প্যাটার্ন লক দেওয়া আছে
২২। ১টি পুরাতন SAMSUNG মোবাইল যাহার প্যাটার্ন লক দেওয়া আছে
২৩। ১টি পুরাতন SONY মোবাইল যাহার প্যাটার্ন লক দেওয়া আছে
২৪। ১টি পুরাতন IGOO মোবাইল যাহার প্যাটার্ন লক দেওয়া আছে
২৫। ১টি পুরাতন HONOR মোবাইল যাহার প্যাটার্ন লক দেওয়া আছে
২৬। ১টি পুরাতন VIVO মোবাইল যাহার প্যাটার্ন লক দেওয়া আছে
২৭। ১টি পুরাতন IPHONE 6(S) মোবাইল যাহা বন্ধ অবস্থায়
২৮। ১টি পুরাতন IPHONE 6(S) মোবাইল যাহা বন্ধ অবস্থায়
২৯। ১টি পুরাতন IPHONE 6(S) মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৩০। ১টি পুরাতন গোল্ডেন কালারের IPHONE 6(S) মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৩১। ১টি পুরাতন গোল্ডেন কালারের IPHONE 6 মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৩২। ১টি পুরাতন সাদা কালারের IPHONE 6 মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৩৩। ১টি পুরাতন সিলভার কালারের IPHONE 5 মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৩৪। ১টি পুরাতন কালো রংয়ের IPHONE 7 মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৩৫। ১টি পুরাতন গোল্ডেন কালারের ওIPHONE 6(S) মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৩৬। ১টি পুরাতন VIVO মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৩৭। ১টি পুরাতন SAMSUNG মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৩৮। ১টি পুরাতন SAMSUNG মোবাইল IMEI (i) 351314612595157, (ii) 353667612595156
৩৯। ১টি পুরাতন SAMSUNG মোবাইল যাহার IMEI (i) 3514650704372982, (ii) 355001320437295
৪০। ১টি পুরাতন কালো রংয়ের SAMSUNG মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৪১। ১টি পুরাতন কালো রংয়ের XPERIA মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৪২। ১টি পুরাতন POCO মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৪৩। ১টি পুরাতন OPPO মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৪৪। ১টি পুরাতন বেগুনি রংয়ের এন্ড্রয়েড মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৪৫। ১টি পুরাতন NOKIA এন্ড্রয়েড মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৪৬। ১টি পুরাতন কালো রংয়ের NOKIA এন্ড্রয়েড মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৪৭। ১টি পুরাতন SYMPHONY i 85 এন্ড্রয়েড মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৪৮। ১টি পুরাতন SYMPHONY z42 এন্ড্রয়েড মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৪৯। ১টি পুরাতন গোল্ডেন কালারের IPHONE 6(S) মোবাইল যাহা বন্ধ অবস্থায়
৫০। ১টি পুরাতন NOKIA বাটন মোবাইল যাহার মডেল নং ১২৮০
৫১। ১টি পুরাতন NOKIA বাটন মোবাইল সেট
৫২। ১টি পুরাতন itel বাটন মোবাইল সেট।
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম জানান, চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার প্রধান সড়কে, পরিবহনে প্রতিনিয়ত মোবাইল ছিনতাইয়ের শিকার হওয়া ব্যক্তিদের অভিযোগ থানায় আসে, ক্ষতিগ্রস্থ গ্রাহকদের ভোগান্তির কথা হৃদয়ঙ্গম করে কোতোয়ালী থানা পুলিশের চৌকষ একটি টীমকে দিয়ে বিশেষ অভিযান পরিচালনা করে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় সিন্ডিকেটের ৩ সদস্যকে গ্রেফতার ও তাদের কাছ থেকে ৫২ টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। ছিনতাইয়ের শিকার গ্রাহকরা উপযুক্ত তথ্য প্রমান সহ থানায় যোগাযোগ করে তাদের মোবাইলটি নিয়ে যেতে পারবে। মোবাইল ছিনতাইয়ের সাথে জড়িতদের গ্রেফতারে কোতয়ালী থানার অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি আব্দুল করিম।